মোঃ রনি ব্যুরো প্রধান ঢাকা
ব্যতিক্রমী একজন পুলিশ অফিসার এসআই জাহাঙ্গীর আলম । যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশ ব্যাপী একজন মানবিক পুলিশ অফিসার হিসেবে সুনাম অর্জন করেছেন । টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা হইতে নাগরপুর থানায় বদলির আদেশ ধনবাড়ী থানায় আসার পর তিনি আজ ১৭ আগস্ট বিকেলে নাগরপুর থানার উদ্দেশ্যে ছাড়পত্র গ্রহণ করেন । ২০২২ সালে তিনি ধনবাড়ী থানায় যোগদান করার পর সরকারি ডিউটির পাশাপাশি বিভিন্ন মানবিক কাজ করে অনেক প্রশংসা কুড়িয়েছেন । তার বদলি র সংবাদ এলাকায় জানাজানি হলে ধনবাড়ী সহ পার্শ্ববর্তী গোপালপুর, মধুপুর, সরিষাবাড়ী, জামালপুর হতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ তার সাথে দেখা করতে আসেন । বর্তমান সময়ে একজন পুলিশ অফিসারের জন্য এটা একটা বিশেষ অর্জন ।
এসআই জাহাঙ্গীর আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত । ফেসবুক এবং ইউটিউবে জন সচেতনতামূলক কিছু ভিডিও পোস্ট করে তিনি ব্যাপক আলোচিত । গ্রামের প্রান্তিক মানুষগুলো তার ভিডিও দেখে অনেক উপকৃত হয় ।
শুধু তাই নয় প্রতি শুক্রবার ধনবাড়ীতে গরিব অসহায় মানুষদের কে নিয়ে হোটেলে নিজ হাতে খায়িয়ে দিতেন এবং সবার সাথে বসে নিজেও খাইতেন।
তার মনে কোনো হিংসা ছিলো না ছোট বড় সবার সাথে হাসি খুশি কথা বলতেন। অনেক বিনয়ী ছিলেন। আমাদের ধনবাড়ীতে এস আই জাহাঙ্গীর আলম এর মতো পুলিশ অফিসার সব সময় দরকার।
এসআই জাহাঙ্গীর আলম এর বদলির ব্যাপারে ধনবাড়ী থানার কনস্টেবল পিয়ার আলীর অনুভূতি জানতে চাইলে তিনি জানান যে আমার চাকরি জীবনে অনেক ইউনিটে কাজ করেছি অনেক অফিসারের সাথে ডিউটি করেছি কিন্তু এসআই জাহাঙ্গীরের মত ভালো মনের অফিসার আমি পাইনি ।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ জানান, এসআই জাহাঙ্গীর আলম সত্যিই একজন মানবিক পুলিশ অফিসার । যদিও তার মত অফিসার খুবই প্রয়োজন কিন্তু বদলি তো একটা প্রশাসনিক স্বাভাবিক প্রক্রিয়া ।