1. admin@dakbela.com : admin :
ধনবাড়ী থেকে "চলে গেলেন মানবিক পুলিশ অফিসার এসআই জাহাঙ্গীর" আলম - ডাক বেলা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ধনবাড়ী থেকে “চলে গেলেন মানবিক পুলিশ অফিসার এসআই জাহাঙ্গীর” আলম

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৩০ বার পঠিত

 

মোঃ রনি ব্যুরো প্রধান ঢাকা

ব্যতিক্রমী একজন পুলিশ অফিসার এসআই জাহাঙ্গীর আলম । যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশ ব্যাপী একজন মানবিক পুলিশ অফিসার হিসেবে সুনাম অর্জন করেছেন । টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা হইতে নাগরপুর থানায় বদলির আদেশ ধনবাড়ী থানায় আসার পর তিনি আজ ১৭ আগস্ট বিকেলে নাগরপুর থানার উদ্দেশ্যে ছাড়পত্র গ্রহণ করেন । ২০২২ সালে তিনি ধনবাড়ী থানায় যোগদান করার পর সরকারি ডিউটির পাশাপাশি বিভিন্ন মানবিক কাজ করে অনেক প্রশংসা কুড়িয়েছেন । তার বদলি র সংবাদ এলাকায় জানাজানি হলে ধনবাড়ী সহ পার্শ্ববর্তী গোপালপুর, মধুপুর, সরিষাবাড়ী, জামালপুর হতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ তার সাথে দেখা করতে আসেন । বর্তমান সময়ে একজন পুলিশ অফিসারের জন্য এটা একটা বিশেষ অর্জন ।
এসআই জাহাঙ্গীর আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত । ফেসবুক এবং ইউটিউবে জন সচেতনতামূলক কিছু ভিডিও পোস্ট করে তিনি ব্যাপক আলোচিত । গ্রামের প্রান্তিক মানুষগুলো তার ভিডিও দেখে অনেক উপকৃত হয় ।

শুধু তাই নয় প্রতি শুক্রবার ধনবাড়ীতে গরিব অসহায় মানুষদের কে নিয়ে হোটেলে নিজ হাতে খায়িয়ে দিতেন এবং সবার সাথে বসে নিজেও খাইতেন।
তার মনে কোনো হিংসা ছিলো না ছোট বড় সবার সাথে হাসি খুশি কথা বলতেন। অনেক বিনয়ী ছিলেন। আমাদের ধনবাড়ীতে এস আই জাহাঙ্গীর আলম এর মতো পুলিশ অফিসার সব সময় দরকার।

এসআই জাহাঙ্গীর আলম এর বদলির ব্যাপারে ধনবাড়ী থানার কনস্টেবল পিয়ার আলীর অনুভূতি জানতে চাইলে তিনি জানান যে আমার চাকরি জীবনে অনেক ইউনিটে কাজ করেছি অনেক অফিসারের সাথে ডিউটি করেছি কিন্তু এসআই জাহাঙ্গীরের মত ভালো মনের অফিসার আমি পাইনি ।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ জানান, এসআই জাহাঙ্গীর আলম সত্যিই একজন মানবিক পুলিশ অফিসার । যদিও তার মত অফিসার খুবই প্রয়োজন কিন্তু বদলি তো একটা প্রশাসনিক স্বাভাবিক প্রক্রিয়া ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর