1. admin@dakbela.com : admin :
ধনবাড়ীতে বিএনপির বিশাল গণমিছিল অনুষ্ঠিত - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ধনবাড়ীতে বিএনপির বিশাল গণমিছিল অনুষ্ঠিত

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১ বার পঠিত

 

জাহাঙ্গীর আলম,ধনবাড়ী উপজেলা প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে আজ ২১শে সেপ্টেম্বর শনিবার বিকেলে ধনবাড়ী উপজেলা বিএনপি এবং ধনবাড়ী পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে এক বিশাল গন মিছিলের আয়োজন করা হয়। বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম
স্বপন এর নেতৃত্বে এই গন মিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিল শুরুর আগে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে মিছিল পূর্ববর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।এই সমাবেশে টাঙ্গাইল জেলা বিএনপির সম্মানিত সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান এই সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশের মঞ্চে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, যুগ্ম সাধারণ সাধারণ জাহিদুল ইসলাম মহব্বত, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু, পৌর বিএনপির সভাপতি এসএম এ সোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন সহ ধনবাড়ী উপজেলা এবং পৌর বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ । বিএনপির এই বিশাল গণমিছিল উপলক্ষে পৌর বিএনপির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি স্বরণকালের বিশাল এক মিছিল নিয়ে কলেজ মাঠে প্রবেশ করেন । ধনবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বতের সঞ্চালনায় আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন উক্ত সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন। দেশকে শান্ত এবং চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত রেখে জনগণের আস্থা অর্জনের জন্য তারেক জিয়ার নির্দেশের কথা তুলে ধরেন। আসন্ন দূর্গা পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করতে ধনবাড়ীর নেতাকর্মীদের নির্দেশ দেন। বিএনপিতে যেন অন্য দল থেকে অনুপ্রবেশ না ঘটে সেদিকে সকলের খেয়াল রাখতে বলেন । ধনবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার জনতা ব্যানার ফেস্টুন সহকারে বাদ্যযন্ত্র ব্যবহার করে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে উপস্থিত হন । সমাবেশে অনেক মহিলার উপস্থিতি লক্ষ্য করা গেছে। আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার জনগণের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধনবাড়ী সরকারি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হওয়ার পর ফকির মাহবুব আনাম স্বপনের নেতৃত্বে বিশাল গণমিছিল কলেজ রোড হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে কেন্দুয়া রোড প্রদক্ষিণ করে বাজার রোড হয়ে ধনবাড়ী বাসস্ট্যান্ডে শেষ হয়। স্বরণকালের সেরা এই গণমিছিল শেষে ধনবাড়ী বাসস্ট্যান্ডে ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান সুষ্ঠু ভাবে গণমিছিল সম্পন্ন করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গণমিছিল পরবর্তী সমাপনী বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলার স্বপ্নদ্রষ্টা ধনবাড়ী মধুপুরের গণমানুষের প্রিয় নেতা আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর