1. admin@dakbela.com : admin :
ধনবাড়ীতে ঈদ শেষে বাসস্ট্যান্ড কে যানজটমুক্ত রাখার জন‌্য পৌর মেয়রের বিশেষ উদ্যোগ - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ধনবাড়ীতে ঈদ শেষে বাসস্ট্যান্ড কে যানজটমুক্ত রাখার জন‌্য পৌর মেয়রের বিশেষ উদ্যোগ

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৩০ বার পঠিত

মোঃ রনি ব্যুরো প্রধান ঢাকা

সারা বাংলাদেশর মতো টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতেও ঈদ শেষ শুরু হয়েছে কর্মস্থল মুখী মানুষদের কর্মস্থলে ফেরা । ঈদ শেষে ধনবাড়ী উপজেলা সহ আশে পাশের উপজেলার মানুষের জীবন জীবিকার তাগিদে ঢাকামুখী মানুষে ঢল ধনবাড়ী বাসস্ট্যান্ডে।

গতকাল থেকে খুলেছে সরকারি- বেসরকারি সব প্রতিষ্ঠান। বুধবার রাত থেকেই বিভিন্ন যানবাহনে ঢাকামুখী হচ্ছেন মানুষ।

ধনবাড়ীতে ঈদ শেষে কর্মস্থল মুখী মানুষদের কর্মস্থলে পৌঁছতে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকল এর অভিনব উদ্যোগ গ্রহন ক‌রে‌ছেন।

ঈদ আসতেই ধনবাড়ী অস্থায়ী বাসস্ট্যান্ড এলাকা যেন যানজটের শহরে পরিণত হয়। এই যানজট সমস্যা নিরসন করতে গত বৃহস্পতিবার সকা‌লে ট্রাফিক পুলিশের ভূমিকায় নিজেই রাস্তায় নেমে প‌ড়েন ধনবাড়ী পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকল । এ সময় তার সাথে পৌরসভার অন্যান্য কর্মচারী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর মেয়র প্রায় সময় তাঁর দাপ্তরিক কাজ শেষে বা দিনের শুরুতেই যানজট নিরসনে নি‌য়যিত পুলিশদের উৎসাহ দেওয়ার জন্য নিজেই যানজট সমস্যা নিরসন করতে রাস্তায় নেমে পড়েন।

ফুটপাত ও সড়ক দখল করে দোকানপাট স্থাপন এবং ইজিবাইকের কারণে ধনবাড়ী
বাসস্ট্যান্ডে যানজট সৃ‌ষ্টি হয়। মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকল এর নির্দেশনায়‌ বাসস্ট্যান্ড এলাকায় যানজট সমস্যা নিরসনের জন‌্য বাশ দি‌য়ে অস্থায়ী রোড ডিভাইডার তৈরি করা হয় । এই অস্থায়ী রোড ডিভাইডার তৈরি করার ফ‌লে ধনবাড়ী বাসস্ট্যান্ড যানজটমুক্ত কর‌তে সক্ষম হ‌য়ে‌ছেন মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকল।

ঢাকা যাওয়ার জন‌্য অপেক্ষমাণ সাধারন জনগন জানান, সকাল থেকেই বাসস্ট্যান্ড এ কোন যানযট নেই , বাশ দি‌য়ে অস্থায়ী রোড ডিভাইডার তৈরি করার জন‌্য সহ‌জেই আমরা গাড়ী‌তে যে‌তে পা‌র‌তে‌ছি। আগে বাসস্ট্যান্ডে দীর্ঘ সময় গাড়ির জন্য অপেক্ষা করতে হ‌তো। ধনবাড়ী বাসস্ট্যান্ড কে যানজটমুক্ত করার জন‌্য আমা‌দের পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকল কে ধন‌্যবাদ জানাই ।

ধনবাড়ী বাসস্ট্যান্ড কে যানজটমুক্ত ক‌রে প্রশংসায় ভাসছেন পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বকল

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর