স্টাফ রিপোর্টার,
আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিকল্পনা সরজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।
৩১ অক্টোবর
দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচির অংশ হিসেবে শেরপুর সদর থানাধীন নন্দীর বাজার মোড় এলাকায় জেলা পুলিশ কর্তৃক আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা পরিকল্পনা তদারকি করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।
পরিদর্শনের সময় পুলিশ সুপার মহোদয় ডিউটিরত পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সতর্কতা ও পেশাদারিত্বের সাথে ডিউটি পালনের নির্দেশ দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।