ইয়াছির আরাফাত স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা ৩নং পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্ৰামের বীর মুক্তিযোদ্ধা, খলিলুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল ১১:৩০ মিনিটের দিকে বীর মুক্তিযোদ্ধা খলিলুর বাড়ির সামনে মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে তাঁকে রাষ্ট্রীয় সন্মাননা প্রদান করা হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার আওতাধীন তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি চৌকস দল মরহুম বীর মুক্তিযোদ্ধা, খলিলুর রহমানের গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা ভূমি সহকারী কমিশনার কর্মকর্তা জনাব মোঃ আশরাফুল ইসলাম , দেওয়ানগঞ্জ মডেল থানার (ওসি) জনাব বিপ্লব কুমার বিশ্বাসের নির্দেশনায়, তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আই,সি ) জনাব মোঃ তোফাজ্জল, আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ কুদ্দুস আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ কফিল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা জনাব নাদের হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাকোয়াত হোসেন , বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াজুল ইসলাম, ৯নং ওয়ার্ডের মেম্বার মোঃ আমেজ আলী, প্রমুখ উপস্থিত ছিলেন,পরে মরহুমের লাশ ভাতখাওয়া গ্ৰামের নিজ মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান কয়েক বছর যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। বীর মুক্তিযোদ্ধা খলিলুর বিভিন্ন স্থানের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। এরপর তিনি তাঁর নিজ বাড়িতে থাকতেন ,গতকাল মঙ্গলবার (২৮ নভম্বর) রাতের ১১ টার সময় তিনি তাঁর নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। এক স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে দেওয়ানগঞ্জ উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের ও স্থানীয় বাসিন্দাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে যায়। বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন,৩নং পাররামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ সেলিম মিয়া জে কে, তার পরে বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনা ও দোয়া প্রার্থনা করেন, জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের মৃত্যুতে ১১নং সেক্টরের মুক্তিযোদ্ধাদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। শোকাহত বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের পরিবারের সদস্যরা।