নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি :
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী বলেন, দেশে দুর্ভিক্ষ না হওয়ার জন্য খাদ্য শষ্যের উৎপাদন বাড়াতে হবে, যাতে এক ইঞ্চি জমিও চাষাবাদের বাইরে না থাকে তার জন্য সবাইকে কাজ করতে হবে।
শুক্রবার (২২ মার্চ) বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি) এর উদ্যোগে সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া খাল পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অথিতি বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএডিসি চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার জেনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, বাজালিয়ার চেয়ারম্যান বাবু তাপস দত্ত, কেওচিয়ার চেয়ারম্যান ওসমান আলী, ধর্মপুরের চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু, পুরানগড়ের চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক সিকদার, কেওচিয়া আওয়ামী লীগের সভাপতি মাস্টার মোহাম্মদ ইউনুচও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।