1. admin@dakbela.com : admin :
দুর্গাপুর সোমেশ্বরী নদীতে ডুবে ১ জনের মৃত্যু - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দুর্গাপুর সোমেশ্বরী নদীতে ডুবে ১ জনের মৃত্যু

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি
ইসমাইল হোসেন (সাগর)

গতকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখ দুপুর ১২ টা ৫০ মিনিট সময় দুর্গাপুর সোমেশ্বরী নদীতে ডুবে ১ জনের মৃত্যু।
গত ১৩ ই এপ্রিল বন্ধুর বাড়িতে বেড়াতে যায় মোঃ আবিদ মুন্সী (২০) পিতা মোঃ ফেরদৌস মুন্সী সাং কেওয়াবাজার শ্রীপুর গাজীপুর।

বর্তমান ঠিকানা আব্দুর রাজ্জাক এর বাড়ির ভাড়াটিয়া সাং বানিয়ারচালা, ভবানীপুর, জয়দেবপুর, জেলা গাজীপুর।
আবিদ মুন্সী( ২০)
বর্তমানে কট্রর্স অ্যাপারেল পলমল গ্রুপ কর্মরত ছিলেন

ঈদের ছুটিতে বন্ধু মোঃ শরিফুল ইসলাম (১৮) এবং শরিফুল ইসলাম এর ফুফাতো বোন জামাই মোঃ শরিফ (২০) পিতা মোঃ হাবিবুর রহমান সাং মুলাইদ, থানা শ্রীপুর, জেলা গাজীপুর,
দুই জন বন্ধুর বাড়িতে বেড়াতে যায় সুসং দুর্গাপুর গতকাল ১৪ ই এপ্রিল রবিবার দুপুর ১২ টা ৩০ মিনিট সময় বড়ইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে সোমেশ্বরী নদীতে গোসল করার জন্য তিন বন্ধু মিলে সোমেশ্বরী নদীতে নামে হঠাৎ দেখতে পায় জেলেরা জাল দিয়ে মাছ ধরছে মাছ ধরার দৃশ্য দেখতে দেখতে নদীর কিনারে চলে যায় হঠাৎ আবিদ মুন্সী (২০) এবং সাথে দুই বন্ধু মিলে পানিতে ডুব দেয় দুই বন্ধু ভেসে ওঠে আবিদ মুন্সী ( ২০)ডুবে যায় দুই বন্ধু মিলে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন দেরকে জানান তাৎক্ষণিকভাবে স্থানীয় এলাকাবাসী দুর্গাপুর থানায় এবং ফায়ার সার্ভিসকে কল দেন দুর্গাপুর থানা থেকে
এসআই লিটন মিয়া এবং সঙ্গী ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় এবং ময়মনসিংহ জেলার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হন প্রায় ৫ থেকে ৬ ঘন্টা খোঁজাখুঁজির পর আনুমানিক সন্ধ্যা ৬ টা ৫০ মিনিট সময় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আবিদ মুন্সি ( ২০)কে মূত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।

দুর্গাপুর থানার এসআই লিটন মিয়া মৃত ব্যক্তির বাবার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করার পর আবিদ মুন্সী এর বাবা গাজীপুর থেকে আসতে অনেক সময় পার হয়ে যায়,
ঘটনাস্থলে পৌঁছে দেখেন দুর্গাপুর থানার এস আই লিটন মিয়া ঘটনাস্থলে উপস্থিত আছেন এস আই লিটন মিয়া মৃত ব্যক্তির বাবার সাথে কথা বলে মৃত ব্যক্তিকে দুর্গাপুর থানায় নিয়ে যান।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ জনাব উত্তম চন্দ্র দেব
বলেন মৃত ব্যক্তির বাবাকে ময়নাতদন্তের জন্য পোস্টমর্টেম করাবেন কিন্তু মৃত ব্যক্তির বাবা ফেরদৌস মুন্সী বলেন আমাদের কোন অভিযোগ নাই আমার ছেলে সাঁতার জানে না পানিতে ডুবে মারা গেছে কারো প্রতি আমার কোন অভিযোগ নেই এই বলে থানা থেকে ময়নাতদন্ত ছাড়া লাস্ট দাফন কাফনের জন্য একটি অঙ্গীকারনামা লিখেন দুর্গাপুর থানার অফিসার্স ইনচার্জ বরাবর।

এর ভিতর দিয়ে রাত তখন প্রায় ৩ টা বেজে যায় অত এব ১৫ এপ্রিল সোমবার দুর্গাপুর থানা থেকে রাত ৩ টা সময় লাশ নিয়ে গাজীপুরের শ্রীপুর কেওয়াবাজার নিজ বাড়িতে মৃতদেহ নিয়ে আসেন মোঃ ফেরদৌস মুন্সী।

লাস্ট দাফোন কাফনের জন্য সকাল ১১ টায় জানাজা হয়।নিজ বাড়িতে কেওয়াবাজার কেন্দ্রীয় জামে মসজিদ সামনে।
মৃত ব্যক্তিকে দাফন করেন,
জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার সামনে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর