নিজস্ব নিউজ
১০ এপ্রিল অবশেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় তাকে । উল্লেখিত মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি সে।
সাঘাটা থানার সাঘাটা কলেজ পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত গণি বিডিআর এর দ্বিতীয় পুত্র, সে দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন যাপন করে আসছিল সোহাগ নামে পাসপোর্ট তৈরি করে।
২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে হুমায়ুন আজাদের ওপর হামলা হয়। তাঁকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরদিন তাঁর ভাই মঞ্জুর কবির রাজধানীর রমনা থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলেও একই বছরের ১২ আগস্ট জার্মানিতে শেষ নিশ্বাস ত্যাগকরেন হুমায়ুন আজাদ। এরপর মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করা হয়।
মামলার তিন বছর তদন্ত শেষে ২০০৭ সালের ১৪ জানুয়ারি পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। ২০০৯ সালের ৭ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।