1. admin@dakbela.com : admin :
দক্ষিন আগ্রাবাদ ওয়ার্ড যুবলীগের উদ্যোগে সংগঠনের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দক্ষিন আগ্রাবাদ ওয়ার্ড যুবলীগের উদ্যোগে সংগঠনের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ৮৬ বার পঠিত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ২৭ নং দক্ষিন আগ্রাবাদ ওয়ার্ড যুবলীগের কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় বক্তারা দলের সকল পর্যায়ের নেতা কর্মিদেরকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছে।
১১ নভেম্বর’২৩ ইং শনিবার রাত ৮ টার সময় আগ্রাবাদ সিডিএ ১ নং রোডের মসজিদ মার্কেট চত্বরে অনুষ্ঠিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড যুবলীগ নেতা রাশেদ খোকন। কাজী মোঃ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি ছিলেন, ২৭ নং দক্ষিন আগ্রাবাদ ওযার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ মোহাম্মদ জাফরুল হায়দার চৌধুরী সবুজ। প্রধান বক্তা ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজীজ মোল্লা। বিশেষ অথিতি ছিলেন, আওয়ামীলীগ নেতা মোস্তফা জালাল, হুমায়ুন কবীর, হাসমত আলী, মোহাম্মদ চান্দু, এহতেশামুল হক নাহিদ, কাইছার উদ্দিন, যুবলীগ নেতা মাহবুবুর রহমান, রওশন উদ্দিন, নেজাম উদ্দিন, আক্তার হোসেন, আব্দুল হালিম।
প্রধান অথিতির বক্তব্যে কাউন্সিলর সবুজ বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠার সোনালী ইতিহাস তুলে ধরে বলেন, দেশ ও জাতীর যেকোন ক্রান্তিলগ্নে যুবলীগের কর্মিরা নিঃস্বার্থ সেবা দিয়ে জাতীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও যুবলীগের কর্মিরা সরকারের লক্ষ্য অর্জনে একটি আধুনিক ও স্মার্ট বাংলাদেশ নির্মানে নিজেদের আগ্রনী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিরোধী দলের জ্বালাও পোড়াও আন্দোলনের সমালোচনা করে তিনি আরো বলেন, অতীতেও আপনারা একই ধরনের জ্বালাও পোড়াওয়ের পথ অবলম্বন করে সফল হতে পারেননি, ইতিহাসের নির্মম আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছেন, তাই ধ্বংসাত্বক পথ পরিহার করে নির্বাচনে আসুন, জাতী আপনাদের ভোট দিয়ে রায় দিলে আমরা মেনে নেব।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ রনি, মোহাম্মদ রিপন, মোহাম্মদ আজাদ, জাফর আহামদ, জালাল উদ্দিন জুয়েল সহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অথিতি ও সভাপতি সকল নেতৃবৃন্দদের সাথে নিয়ে কেক কেটে আনুষ্ঠানিকভাবে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের সমাপ্ত ঘোষনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর