1. admin@dakbela.com : admin :
টাঙ্গাইল ধনবাড়ীর অসহায় মানুষের পাশে মানবিক পুলিশ এস আই জাহাঙ্গীর আলম - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

টাঙ্গাইল ধনবাড়ীর অসহায় মানুষের পাশে মানবিক পুলিশ এস আই জাহাঙ্গীর আলম

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ৮১ বার পঠিত

মোঃ রনি ব্যুরো প্রধান ঢাকা

কর্মজীবী মানুষ তার নিজ কর্মে ব্যস্ত থাকবে এটাই নিয়ম ভালো কাজের মধ্যে মানুষ যখন নিমজ্জিত থাকে, তখন তার দ্বারা ভালো কিছু আশা করা যায়। সেবাই পুলিশের ধর্ম, এক কথায় বুঝতে গেলে
এমন একজন পুলিশ অফিসার রয়েছেন, যাদের সাথে না মিশলে বুঝাই যায় না, একজন পুলিশ অফিসার এতটা সাদা মনের মানুষ হতে পারে। যার দক্ষতা, কর্তব্য, নিষ্ঠা ও সাহসিকতা,ও সততায় টাঙ্গাইল জেলা ধনবাড়ী থানার বাসিন্দারা পূর্বের ন্যায় নির্বয়ে শান্তিতে বসবাস করছেন, আর তিনি হচ্ছেন মানবিক পুলিশ অফিসার এস আই জাহাঙ্গীর আলম। ২০২২ সালের শেষের দিকে টাঙ্গাইল জেলা ধনবাড়ী থানায় যোগদান করেন এসআই জাহাঙ্গীর আলম।

ধনবাড়ী থানায় যোগদানের পর অফিসার ইনচার্জ এইচ এম জসিম উদ্দিন সাহেব এস আই মোঃ জাহাঙ্গীর আলমকে ৯ নম্বর বিট, মুশুদ্দি ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত করেন। দায়িত্ব পাওয়ার পর এস আই মোঃ জাহাঙ্গীর আলম তার বিটের প্রত্যেকটা ওয়ার্ডে উঠান বৈঠক এবং খন্ড আলোচনা সভার মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করে অনেক সুনাম অর্জন করেছেন । তি‌নি জীবনে ঝুঁকি নিয়ে অপরাধীদের পিছনে ছুটে চলেন , জীবনের ঝুঁকি নিয়ে অনেক বড় বড় মাদক কারবারি চোরা চালান কিশোর গ্যাং এর মত অপরাধীদের ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তির মাধ্যমে সাজা দিয়েছেন ।

এইতো কয়েকদিন আগে একটি যৌতুক মামলায় সাজা প্রাপ্ত হয়ে দীর্ঘদিন যাবত মির্জাপুর থানাধীন দেওহাটা এলাকায় আত্মগোপন করেছিলেন । এস আই জাহাঙ্গীর সঙ্গে ফোর্স সহ দেওয়াটা সোহাগপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের মিটার রিডার সেজে প্রত্যেকটি বাড়িতে ভাড়াটিয়াদের সাথে বৈদ্যুতিক মিটার সংক্রান্ত কথা বলে আসামিকে সনাক্ত করে ফেলেন । ধৃত আসামি জুয়েল রানা এসআই জাহাঙ্গীরের ছদ্মবেশ বুঝতে না পেরে পল্লী বিদ্যুতের মিটার রিডার ভেবে তার প্রকৃত ঠিকানা প্রকাশ করলে তাকে গ্রেফতার করেন। বেশ কয়েকদিন আগে ও এসআই জাহাঙ্গীর ভ্যানচালক সেজে ঢাকা আশুলিয়া এলাকা থেকে ডাকাতি মামলার দুর্ধর্ষ পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন । আইন-শৃঙ্খলা রক্ষায় শুধুমাত্র এসে জাহাঙ্গীর যে কাজ করেন শুধু তাই নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একজন মানবিক পুলিশ অফিসার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে এস আই জাহাঙ্গীর একজন পরিচিত মুখ ।

তার পোস্ট করা বিভিন্ন ভিডিওতে ফলোয়াররা ইতিবাচক কমেন্টস করে থাকেন, যা পুলিশ বাহিনীর ভাবমূর্তি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে ।

সবার কাছে তিনি একজন মানবিক পুলিশ অফিসার । ফেসবুকে তার ২৩ লক্ষ ফলোয়ার। ওয়ারেন্ট কেন হয়, রিকল কি, ওয়ারেন্ট হলে করণীয় কি, রিকল কোথায় জমা দিবেন, জিডি করার সহজ উপায়, জিডি বা মামলা করতে কোথায় যাবেন , সড়ক নিরাপদ রাখার কৌশল, কিভাবে সড়ক নিরাপদ রাখবেন, কেন সড়কে দুর্ঘটনা বাড়ছে , বিভিন্ন বিষয়ে আইনি তথ্য গ্রামের সাধারণ না জানা প্রান্তিক মানুষ গুলোকে তার ফেসবুক পেইজের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকেন । এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ব্যবহার করেন তাদের কাছে তিনি প্রিয় মানবিক পুলিশ অফিসার হিসেবে মনের কোঠায় স্থান করে নিয়েছেন। তিনি শুধু মাত্র একজন ভালো পুলিশ অফিসার হিসেবে খ্যাতি অর্জন করেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে তার সমসাময়িক লেখা প্রশংসার দাবিদার । ইতিপূর্বে তিনি তিনটি উপন্যাসও লিখেছেন। বিভিন্ন চ্যানেলে তার অভিনীত অসংখ্য নাটক ও টেলিফিল্মে অভিনয় দেখেও অনেকেই মুগ্ধ।

মুঠোফোনের মাধ্যমে এসআই জাহাঙ্গীর আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- দেখুন আমার মূল পেশা হচ্ছে আমার চাকরি । আমার এই পেশার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দেশের ও দেশের মানুষের সেবা করা । বর্তমান সময়ে এই সেবা করার একটা বড় মাধ্যম হচ্ছে, ফেসবুক এবং ইউটিউব । এই মাধ্যমেও মানুষের সেবা করা যেতে পারে ।

আমার সরকারি কাজের ফাঁকে ৯-১০ মিনিট ব্যয় করে যদি মানুষের সেবা করা যায়, তাতে তো ক্ষতি নেই ।লেখালেখি এবং অভিনয় করা এগুলো আমার নেশা এবং শখ । শৃঙ্খলাবদ্ধ বাংলাদেশ পুলিশ বাহিনীতে দায়িত্বশীলতার সাথে মানবিক নানান কর্মকান্ডে নিজেকে উজাড় করে দিয়েছেন তিনি। “”পুলিশ জনগণের বন্ধু “”তার অবস্থান থেকে তিনি এটা প্রমাণ করাতে সক্ষম হয়েছেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর