ইয়াছির আরাফাত স্টাফ রিপোর্টারঃ
জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬অক্টোবর শুক্রবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এ.কে.এম ছামেদুল হক, সাবেক জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম,
নলকুড়া ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন, উপজেলা টেকনিশিয়ান আসাদুজ্জামান প্রমুখ।
আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্তরের সন্মুখে একটি র্যালী অনুষ্ঠিত হয়।
উক্ত র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিব, গ্রাম্য পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।