রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষ্যে রাজশাহী জেলা পরিষদের আয়োজনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও রাজশাহী মহানগরীর পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সাথে মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় নিজ কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি,রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
উল্লেখ্য,এ বছর রাজশাহী মহানগরীর ৮০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ৮০টি পূজা মণ্ডপকে ৪ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। মতিবিনিময় সভায় ৮০টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, বাংলাদেশর প্রত্যেক ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজশাহী মহানগরীর ৮০টি পূজা মণ্ডপে আপনাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
চেয়ারম্যান আরো বলেন, ১৫ বছরে মধ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করেছে।আর এই বাংলাদেশকে নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। আপনাদের সকলকে সচেতন হতে হবে। সক্রিয় থাকতে হবে।দেশকে নিয়ে ছিনিমিনি খেলা হতে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের জন্য কি না করেছে তা আপনাদের সকলেরই জানা তাই আগামী দিনে প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করা জন্য হিন্দু সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন,এবারও আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তাই আপানাদের কোন ভয় নেই।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান সভাপতিত্বে মতনিনিময় সভায় বক্তব্য দেন হিন্দু ধর্মীয় কল্যান স্ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি মো: রেজাউল ইসলাম বাবলু, রাজশাহী মহানগর আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক পঙ্কজ কুমার দে, বোয়ালিয়া থানা আওয়ামীলীগের সহ-সভাপতি গৌতম দাস, মহানগর ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপন্ন কুমার সরকার, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সদস্য অশীষ তরু দে সরকার অর্পন ও রাজশাহী জেরা পরিষদের সদস্য তফিকুল ইসলাম। হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও পূজা মন্ডপের নেতৃবৃন্দ উপত ছিলেন।
সভায় আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ফজলে এলাহী সোহেল, হিসাবরক্ষক আব্দুল মতিন ও সুলতানুল আরিফিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।