ইয়াছির আরাফাত
স্টাফ রিপোর্টারঃ
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার ভোট চেয়ে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ বকশীগঞ্জ বাজারের ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন পেশার মানুষের সাথে গণসংযোগ কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
গণসংযোগের কালে এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ বকশীগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর,উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুম্মান তালুকদার, পৌর আ.লীগের আহবায়ক জালাল উদ্দীন,সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদু,যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, সাবেক উপজেলা আ.লীগের সদস্য মনিরুজ্জামান মনির, সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি লাল মোহাম্মদ সাঈদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজন মিয়া, কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রলীগের আহবায়ক আরিফুজ্জামান আরিফ সহ আরো নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় আ.লীগের প্রার্থী জননেতা নুর মোহাম্মদ সর্বস্তরের জনগণকে বলেন আগামী ৭ জানুয়ারি ত সবাই নৌকা মার্কায় দিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সাহায্য করবেন।