সাইফুল ইসলাম
নোয়াখালী জেলা প্রতিনিধি।
নোয়াখালীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চৌমুহনী সরকারি সালেহ আহম্মদ কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্ভোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে ফুলের শুভেচ্ছা ও বিএনসিসি কর্তৃক গার্ড অফ অনার দিয়ে অতিথিদের কে বরণ করা হয়।
কলেজের শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায়,
চৌমুহনী সরকারি সালেহ আহমদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনজুরুল হকের সভাপতিত্বে
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক আহমদ শওকত আকবর ভূঁইয়া এর পরিচালনায়
ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মামুনুর রশীদ কিরন।
বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও কে.বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি জেসমিন আক্তার।
কলেজের পক্ষ থেকে সম্মামনা স্মারক প্রদানের মধ্য দিয়ে অতিথিদের সংবর্ধনা জানানো হয়। এইসময় অতিথিবৃন্দদের সামনে কলেজের ছাত্র-ছাত্রীদের নানারকম মনোমুগ্ধকর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন।
কলেজের সাবেক ভিপি মেজবাহ উদ্দিন টুটুল,
ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সহ শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্ত।