হাফিজুর রহমান(বিশেষ রিপোর্টার)
চায়না কমিনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে বিএনপির চার সদস্যর প্রতিনিধি দল।চার সদস্যর মধ্যে হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন,সিনিয়র যুগ্নমহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,ও জাতীয়বাদী কৃষকদলের যুগ্ন সম্পাদক মাহমুদা হাবিবা,বিএনপি সূত্রে এই তথ্য জানা গেছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে,আগামী ৭ই নভেম্বর থেকে ১৬ই নভেম্বর চীনে দক্ষিণপূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে দেশটির রাজধানী, বেইজিংয়ে"পলিটিক্যাল পার্টি প্লাস"কো-অপারেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল হওয়ায় তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছে, কমিউনিস্ট পার্টি অব চায়না।সেখানে দলের পক্ষ থেকে যাওয়ার জন্য মনোনীত করা হয়েছে, বিএনপির ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন,সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা।বিএনপির এই চার সদস্যর প্রতিনিধি দল পলিটিক্যাল পার্টি প্লাস কো অপারেশনে যোগ দেবেন।