জাহাঙ্গীর আলম, ধনবাড়ী উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে চালাষ ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্ট ২০২৪ খ্রি এর ৩য় কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ০৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে ধনবাড়ী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে। উক্ত কোয়ার্টার ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন এম আর এন্টারপ্রাইজ, উত্তরা , ঢাকা এবং আলী ফুটবল একাডেমী সিরাজগঞ্জ । খেলা চলাকালীন মঞ্চে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি,চালাষ ক্রীড়া চক্রের সভাপতি মোঃ রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন , বিশিষ্ট সমাজসেবক জিয়াউর রহমান সহ উপদেষ্টা এবং কার্যকরী কমিটির সম্মানিত সদস্য বৃন্দ । চালাষ ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্ট ২০২৪ খ্রি ৩য় কোয়াটার ফাইনাল খেলার ফলাফল : এম আর এন্টারপ্রাইজ, উত্তরা, ঢাকাঃ০২ , আলী ফুটবল একাডেমি, সিরাজগঞ্জঃ০০ ।
এম আর এন্টারপ্রাইজ, উত্তরা, ঢাকা সেমিফাইনালে খেলবে । খেলা শেষে উভয় দলের মাঝে ট্রফি এবং পুরষ্কার তুলে দেন হাফেজ খাইরুল ইসলাম মুন্সি , সভাপতি মোঃ রোকনুজ্জামান সহ অন্যান্য সুধী বৃন্দ।