শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানি মহল্লায় অটোরিকশায় চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলার আসামি সাবেক কাউন্সিলর হাবিবুল্লাহ হাবি (৪৭) কে গ্রেফতার করেছে র্যাব-১৪। র্যাব-১৪ শ্রীবরদী পৌরসভার সাতানি মথুরাদীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাবিবুল্লাহ হাবি শ্রীবরদী পৌরসভার সাতানি মথুরাদী মহল্লার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে শ্রীবরদী পৌরসভার সাতানি মহল্লার নতুন বাসস্ট্যান্ডে গত ১১ জানুয়ারি অটোরিক্সা চালকদের কাছে চাঁদা দাবি করলে দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে আসামি মো: হাবিবুল্লাহ হাবি দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অটোরিক্সাচালক শেখদি গ্রামের মো: শাহাজাহানকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ওই ঘটনায় আহত অটোরিক্সা চালক মো: শাহাজাহানের বাবা মো: ইদ্রিস আলী বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে ওই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে শ্রমিক এবং এলাকাবাসীরা শ্রীবরদীতে বিক্ষোভ ও মানববন্ধন করে। পরে আসামি মো:হাবিবুল্লাহ হাবি র্যাবের হাতে গ্রেফতার হয়।
এ ব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুরের কোম্পানী অধিনায়ক মেজর আবরার ফয়সাল সাদী বলেন গ্রেফতারকৃত আসামিকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।