বিশেষ প্রতিনিধি
ইসমাইল হোসেন সাগর
আজ মঙ্গলবার তারিখ ২৩-০১-২০২৪ ইং সাকাল অনুমান ১১ টা ৩০ ঘটিকার সময়,
গাজীপুর সদর বাঘের বাজার শিরির চালা, ময়মনসিংহ ঢাকা গামী মহাসড়কের পূর্ব পাশ থেকে চুরি হয়,একটি গাভী গরু,
গাভী গরুটির বিবরণ গৃহ পালিত একটি গাভী রং কালো, বয়সঃ অনুমান ০৩ বৎসর, দাঁত ২ টা, শিং -২ টা মাঝারী, উচ্চতা অনুমান ৪ ফিট, ওজন অনুমান ১২০ কেজি, সনাক্তকরণ চিহ্ন গাভীর বাম পাশের পেটে ও সামনের বাম পায়ে উপরে দাগ রহিয়াছে প্রতিদিনের মতো গরুটি ঘাস খাওয়াতে,জয়দেবপুর থানাধীন শিরির চালা, সাকিনস্থল হাইওয়ে মহাসড়কে পূর্ব পাশে জৈনিক মোঃ বদিউরজ্জামান (৩৫) এর বসত বাড়ি সংলগ্ন পতিত চালা জমিতে একটি খুঁটির সহিত গাভী গরুটি বাঁধিয়া ঘাস খাইতে দিয়া আসেন ঠিক অনুমান ২ টা ৪০ মিনিট সময় এসে দেখেন গাভী গরুটি আর নেই, এখন এলাকাবাসীর কাছে পরামর্শ করেন তখন এলাকাবাসী বলেন গরুটি ভালো করে খোঁজাখুঁজি করে দেখার কথা বলেন খোঁজাখুঁজি করে পাননি,
এলাকাবাসীকে অবগত করেন শেষে জয়দেবপুর থানা একটি অভিযোগ করেন।
মোঃ শাকিল হোসেন (২৫) মোবাইল নাম্বারঃ০১৯১৯-৫১৭৪৭৫,
পিতা মোঃ দেলোয়ার হোসেন,
মাতা- মোছাঃ সাফিয়া খাতুন,
সাং- শিরিরচালা,
গোল্ডেন গার্মেন্টস সংলগ্ পোস্ট, ভবানীপুর -১৭৪০, থানা-জয়দেবপুর,
জেলা -গাজীপুর।
গণমাধ্যম কর্মী ও এলাকাবাসী মিলে একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করেন গাজীপুর, শ্রীপুর, মাধকলা ইংলিশ এডুকেশন মিডিয়াম স্কুল সংলগ্ন ইসরাক স্প্রিং এর সামনে থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে দেখেন গাভী গরুটি একটি পিকআপে করে শ্রীপুরের রাস্তা দিয়ে পূর্ব দিকে যাচ্ছেন ভিডিও ফুটেজে দেখেন গাভী গরুটি নিয়ে যাওয়া পিকআপ গাড়ি টির
যাহার রেজিঃ ঢাকা মেট্রো ন ২০-৩৯৫৮,
ভিডিও ফুটেজে ধারনা করা যায় যে এই গাভী গরুটি পিকআপ গাড়িটি দিয়ে চুরি করে নিয়ে যায়।