বিশেষ প্রতিনিধি
পাঠানো তথ্য
গাজীপুরে সদর উপজেলার মেম্বারবাড়ি পাঁচপীর মাজার এলাকায় আম বাগান থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকালে অজ্ঞাত পরিচয় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইব্রাহিম খলিল। পরে পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ কর্মকর্তা বলেন, সকালে পাঁচ পীর মাজার এলাকায় আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, মরদেহের পাশে একটি চাকু পাওয়া গেছে। নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। কী কারণে কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় সনাক্ত সহ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।