সরকার মাজহারুল ইসলাম ,(গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপরের কালিয়াকৈরে ষষ্ঠদাপে উপজেলা নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে উপজেলার সর্বত্র প্রার্থীরা জন সংযোগসহ পোষ্টার ব্যানার ফেস্টুন লাগিয়ে ভোটারদের দ্বারে দ্বারে নানা প্রতিশ্রæতি দিয়ে ভোট প্রার্থনা করে আসছে। এরই মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার (আনারস প্রতীক) বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ (মোটর সাইকেল ) এবং বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মুরাদ কবির ( কাপ পিরিচ ) প্রতিক নিয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন। কামাল উদ্দিন সিকদার উপজেলা পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন । তিনি উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছেন তারই ধারাবাহিকতায় তিনি এবারও নির্বাচনে দাঁড়িয়ে উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোট প্রার্থনার জন্য দ্বারে দ্বারে ঘুরছে এবং বিভিন্ন এলাকায় নির্বাচনী পরিচালনা ক্যাম্প স্থাপন করে নির্বাচন পরিচালনা করে আসছেন। অপর দিকে সেলিম আজাদ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান ভাইস চেয়ারম্যান এবং সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবং প্রায় প্রতিটি গ্রামের মসজিদ, মন্দির, স্কুল বিয়ের অনুষ্ঠান, পূজা-পাবন অনুষ্ঠাসহ এবং করোনা কালিন সময়ে ব্যাপক সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দেন ও সাধারণ মানুষের হ্দয়ে স্থান করে নিয়ে এবারও তৃণমুল উপজেলা সর্ব সাধারণের সমথর্ন নিয়ে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনের জন্য প্রতিদ্ব›িদ্বতা করে যাচ্ছেন। সেলিম আজাদ জানায় তিনি উপজেলার প্রায় পাঁচ হাজার বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে মানুষ কে সাহায্য সহযোগিতার করেছেন বিগত দিনগুলিতে, এমনকি তিনি বর্তমানেও পারিবারিক অনুষ্ঠানসহ সকল প্রকার অনুষ্ঠানে যোগদান করে মানুষের হ্দয়ে স্থান করে নিতে পেরেছি। এরই ধারাবাহিতায় তিনি ভোটারদের কাছে একজন জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন । উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীরা ইতিমধ্যে তার সাথে যোগ দিয়ে তাকে নির্বাচনে বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছে। তিনি আবার উদীয়মান নেতা ও উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন। ইতোমধ্যে মুরাদ করিব এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন । যদিও তিনি সরে দাঁড়িয়েছেন তারপরও তার প্রতীক ব্যালট পেপারে থাকবে এর কারণ হিসেবে নির্বাচন কমিশনার জানিয়েছেন যেহেতু মুরাদ কবির নমিনেশন পেপার যাচাই বাছাই এবং সর্বশেষ প্রত্যাহারের তারিখে তিনি তার নমিনেশন পেপার প্রত্যাহার করেন নাই। নির্বাচনী নীতমিালা ও আইন অনুযায়ী তিনি প্রতীক পেয়েছেন এজন্য তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও তার প্রতীক ব্যালট পেপারে থাকবে। এছাড়াও উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়রম্যান পদে প্রার্থীগণ প্রতিদ্ব›িদ্বতা করে যাচ্ছেন।
তারিখ- ০৭.০৫.২০২৪ইং
মুঠোফোন- ০১৭২০৬২৭৪৮০