শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
আমি সকলের এমপি হতে চাই। সকল রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সেবা করতে চাই। সকলের জন্য আমার দরজা খোলা। আপনাদের সাথে নিয়েই শেরপুর-৩ আসনের উন্নয়ন করতে চাই।
তিনি আরো বলেন শেরপুরের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি মেডিকেল কলেজ হাসপাতাল উচ্চ শিক্ষার জন্য একটি পাবলিক বিদ্যালয় ও সীমান্তের মানুষের ব্যবসার জন্য সীমান্ত হাট প্রতিষ্ঠা করার জন্য বিশ্ব মানবতার মা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন করবো। মহান জাতীয় সংসদে গিয়ে আপনাদের ভাগ্যোন্নয়ের কথা বলবো।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে কথাগুলো বলছেন ১৪৫ শেরপুর-৩ আসনের নব নির্বাচিত এমপি এ.ডি.এম শহিদুল ইসলাম।
শ্রীবরদী উপজেলাবাসির পক্ষ থেকে গণ সংবর্ধনা অনুষ্ঠানে সভাতিত্ব করেন পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া। উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মেরাজ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। অন্যানের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সুজা, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. তারিকুল ইসলাম ভাষানী, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদার, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম প্রমুখ। এসময় পৌরসভাসহ ১০টি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ ও কয়েক সহস্রাধিক বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ঢাকা থেকে আগত শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।