মোঃ আশরাফ ইকবাল পিকলু
কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের গৌরবজনক ঘটনা বা অধ্যায় হচ্ছে একাত্তরের মুক্তিযুদ্ধ। যে যুদ্ধে নিজের জীবনকে উত্সর্গ করে দেশমাতা ও মাতৃভূমিকে মুক্ত করতে স্বাধীন বাংলাদেশের বিজয়ের পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছিলেন বীরমুক্তিযোদ্ধারা। উন্নত রাষ্ট্র এবং মুক্তিযুদ্ধের চেতনাসৃমদ্ধ প্রজন্ম গড়ে তুলতে হলে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। আর এ কাজটি যদি হয় একটি শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে।
২১ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় কুমারখালী মথুরা নাথ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঐতিহ্যবাহি মথুরা নাথ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের গল্প উপস্থাপন করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর,কুমারখালী মথুরা নাথ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ মোহাম্মদ বাশার।
অনুষ্ঠানের সভাপতি তো করেন কুমারখালী মথুরা নাথ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জাকারিয়া খান জেমস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মথুরা নাথ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন।