হাফিজুর রহমান( যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে অসুস্থ গরু জবাই করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ,। সূত্রে জানাই যশোরের কেশবপুরে গত মঙ্গলবার দুপুরে বুড়িহাটি গ্রামের শহিদুল ইসলামের বাড়ি থেকে অসুস্থ গরু পাঁচ হাজার টাকার বিনিময় ক্রয় করে একই গ্রামের গরু ব্যবসায়ী মৃত এরশাদ আলীর ছেলে হাফিজুর রহমান, বিষয়টি এলাকায় জানাজানি হলে গোপন সংবাদ এর ভিত্তিতে কেশবপুর উপজেলা সরকারী কমিশনার (ভূমি) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ নেওয়াজ খবর পেয়ে তৎক্ষণিকভাবে কেশবপুর পশু হাসপাতালের ভেটেনারি ডাক্তার অলকেশ সহ পুলিশ ফোর্স নিয়ে উক্ত স্থানে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কসাই হাফিজুর রহমান কে ১০ হাজার টাকা জরিমানা করেন। এবং তার কাছ থেকে মুচলিকা গ্রহণ করেন ভবিষ্যতে এই ধরনের কোন কাজ সে করবে না মর্মে।