হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে পূর্ব শত্র“তার জের ধরে যুবলীগ নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলায় উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির এক নেতাসহ ৩ জন মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনায় ৬ জনের নাম উল্লে¬খ করে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্র“তার জের ধরে গত শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কালিয়ারই গ্রামের মৃত লূৎফার সানার ছেলে শামিম আক্তারের নেতৃত্বে তার ভাই ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মফিজুর রহমান, শাহিন সানা, মতিয়ার সানা, মফিজুর রহমান সানার ছেলে ছাত্রলীগ নেতা সোহাগ সানা ও শামিম আক্তারের স্ত্রী শাহনাজ খাতুন দা, বাঁশের লাঠি ও কাঠের চৌকাঠ নিয়ে বিদ্যানন্দকাটি ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা বাবুল আক্তার তার স্ত্রী মাছুরা খাতুন ও ভাই কলেজ শিক্ষক মামুন আক্তারের ওপর হামলা চালায়। হামলায় বাবুল আক্তার ও মাছুরা খাতুনের মাথা ফেটে ও মামুন আক্তারের শরীরের বিভিন্ন স্থানে কেটে যায়। এতে তারা মারাত্মক আহত হয়। এ সময় এলাকাবাসি তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে ভর্তি করে। এদের মধ্যে বাবুল আক্তার গুরুত্বর আহত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। বাকী ২”জন উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে থেকে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আহত মামুন আক্তার বাদি হয়ে ৬ জনের নাম উল্লে¬খ করে ওই দিন রাতে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি । তদন্ত কওে ব্যাবস্থা নেওয়া হবে।