হাফিজুর রহমান(বিশেষ প্রতিনিধি)যশোর
যশোরের কেশবপুরে মর্ডান হাসপাতালের উৎস ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ উঠেছে।
কেশবপুরে জাকির হোসেন নামে এক ব্যাক্তি জানান তিনি ২২ই অক্টোবর আমার মেয়ে রশ্নি(৮)সিবিসি ও ইউরিন পরীক্ষার জন্য আমি,কেশবপুর স্বাস্থ কমপ্লেক্স এর সামনে অবস্থিত মর্ডাণ হাসপাতালের উৎস ডায়াগনস্টিক সেন্টারের যায়।আমি রিপোর্ট বুঝার ব্যাপারে অজ্ঞ। আমার মেয়ের যে রিপোর্ট উৎস ডায়াগনস্টিক সেন্টার দিছে সেটা আমি বুঝতে না পেরে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়,রিপোর্ট দেখে ডাক্তার ভুল রিপোর্ট বলে আমাকে জানায়।আমি এছাড়া যারা রিপোর্ট বোঝে তাদের কয়েকজনকে দেখায় তারাও ভুল চিকিৎসার জন্য অনেক রুগি মারা গেছে বলে জাকির হোসেন জানান।
জাকির হোসেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের জন্য আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের আশ্বাস প্রদান করেন।
এই ব্যাপারে মডার্ণ হাসপাতাল কর্তপক্ষের কাছ থেকে কোন তথ্য পাওয়া যায়নি।