মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষ (২২- ২৩) অদ্য ৩০ জুন ২০২৪ ইংরেজি তারিখে অনুষ্ঠিত প্রস্তুতি পরীক্ষার শেষে, ক্লাস রুমের সামনে ভুল ক্রমে অবস্থান করায়। সহযোগী অধ্যাপক জনাব জাহিদুল ইসলাম ক্লাসরুম হতে বেরিয়ে এসে, মোঃ শোভন রেজার উপর রাগান্বিত হয়ে বেপরোয়া ভাবে গলা টিপে ধরে গ্রিলের সাথে আছড়ে ফেলে, এতে মোঃ শোভন রেজা গুরুতর আহত হয় । এ সময় শোভন রেজা সহ সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমত অবস্থায় দোলা মিত্র নামে এক শিক্ষার্থীকে ক্লাসরুমে দাঁড় করিয়ে রেখে নানা ভয় ভীতি প্রদর্শন করে খারাপ ইঙ্গিত দেয়। এছাড়াও জাহিদুল ইসলাম স্যার ক্লাসরুমে প্রতিনিয়ত অনেক শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করার পাশাপাশি, উক্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করে রাখে। এবং বলে ব্যবহারিক পরীক্ষা ও ইনকোর্স পরীক্ষার অকৃতকার্য দিবে, তার এরূপ ব্যবহারের ফলে সাধারণ শিক্ষার্থীরা অনেক আতঙ্কিত হয়ে আছে । উল্লেখ্য জাহিদুল ইসলাম স্যার,আমাদের ফরম ফিলাপ হওয়া সত্বেও কোন ব্যবহারিক ক্লাস ও মাঠকর্ম সম্পাদন করেনি আমাদের পূর্ববর্তী বর্শতেও এর প্রভাব দেখা যায় কেননা পূর্ববর্তীবর্ষে ব্যবহারিকের অত্যন্ত খারাপ। এমনটি শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানিয়েছেন, এবং সেই সাথে জাহিদুল ইসলাম স্যারের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা ।