মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হালসা বাজারের রমজানপুর গ্রামের মৃত আকরাম হোসেনের স্ত্রী সুখ সোনা (৩৫) ও তার দুই মেয়ে আখি (২২), লুবণা (১৫), ছেলে নাফিজ (৪)। দুই মেয়ে ও ৪ বছরের অবুঝ শিশু ছাড় পান নাই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কাছে। দুই মেয়ে ও ৪ বছরের শিশু সন্তানদের নিয়ে দিন যাপন করে আসছেন মৃত আকরামের স্ত্রী সুখ সোনা। আকরামকে জমির লোভে সন্ত্রাসী শাহিন মাষ্টার গ্রামের সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে কৌশল অবলম্বন করে গত ৩ বছর আগে আকরামকে হত্যা করেন। নিহত আকরামের বাড়ী ভিটা দখল নেয়ার জন্য সন্ত্রাসী শাহিন মাষ্টার ও তার দলবল সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে নিহত আকরামের মার্ডার মামলাটি মোটা অংকের টাকা দিয়ে ধামা চাপা দেয়। তিন বছর ধরে নিহত আকরামের স্ত্রী সুখ সোনা দুই মেয়ে এক অবুঝ শিশু নাফিজকে নিয়ে মানুষের বাসা বাড়ী ও হোটেলে কাজ করে নিজেও তিনটি বাচ্চাকে কষ্ট করে লালন পালন করছেন। প্রিয় দর্শক আপনারা দেখলেও চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই সুখ সোনার কষ্টের জীবনটি কাজে লাগিয়ে সন্ত্রাসী শাহিন মাষ্টার কু-প্রস্তাব দেয়। তার কথায় রাজি না হওয়ায় সন্ত্রাসী শাহিন মাষ্টার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দিয়ে এবং তার স্ত্রী শররা খাতুন (৩৮) ও তার মা শান্তা বেগম (৫৫) শাহিন সাথে থেকে সুখ সোনার বাড়ীতে ঢুকে হামলা চালায়। এসময় সুখ সোনা তার দুই মেয়ে আখি, লুবনা, অবুঝ শিশু নাফিজকেও ছাড় দেয়নি সন্ত্রাসীরা। এদের সারা শরীরে এলোপাথারি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন হত্যার উদ্দেশ্যে। এসময় বাড়ীঘর ভাংচুর এবং ঘরে থাকা মালামাল নগদ টাকা সহ লুটপাট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। সরেজমিনে গিয়ে প্রকৃত দৃশ্য সূত্রে জানা যায় এই ঘটনা ঘটে ২০/০৮/২০২৪ সইং মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার সময়। আকরাম নিহত হওয়ার পর থেকে বাড়ী ভিটাটি নেয়ার জন্য উচ্ছেদ করে দেয়ার জন্য। সন্ত্রাসী মাদক ব্যবসায়ী শাহিন মাষ্টার মোটা অংকের টাকা খরচ করে অসৎ মানুষদের হাত করে মিথ্যা কথা ছড়িয়ে বেড়াচ্ছেন। সুখ সোনার দুই মেয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সমাজের কাছে কলংকিত করার জন্য চেষ্টা করছেন । সন্ত্রাসীরা হলো একই এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে শাহিন মাষ্টার, শাহিন মাষ্টারের স্ত্রী শররা খাতুন (৩৮), মৃত দবির উদ্দিনের স্ত্রী শান্তা (৫৫), আঃ লতিফের স্ত্রী ছকিনা খাতুন (৪৫), সেলিম খানের ছেলে শাহেদ (৩৮), এই সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের অতি
দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে বিচার করার জন্য সুশীল সমাজের মানুষের এবং ছাত্রজনতার নিকট আকুল আবেদন জানিয়েছেন, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের হালসা বাজারের রমজানপুর গ্রামের মৃত আকরাম হোসেনের স্ত্রী সুখ সোনা (৩৫) ও তার দুই মেয়ে আখি (২২), লুবণা (১৫), ছেলে নাফিজ (৪)। দুই মেয়ে ও ৪ বছরের অবুঝ শিশু ছাড় পান নাই সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের কাছে। দুই মেয়ে ও ৪ বছরের শিশু সন্তানদের নিয়ে দিন যাপন করে আসছেন মৃত আকরামের স্ত্রী সুখ সোনা। আকরামকে জমির লোভে সন্ত্রাসী শাহিন মাষ্টার গ্রামের সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে কৌশল অবলম্বন করে গত ৩ বছর আগে আকরামকে হত্যা করেন। নিহত আকরামের বাড়ী ভিটা দখল নেয়ার জন্য সন্ত্রাসী শাহিন মাষ্টার ও তার দলবল সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের সাথে নিয়ে নিহত আকরামের মার্ডার মামলাটি মোটা অংকের টাকা দিয়ে ধামা চাপা দেয়। তিন বছর ধরে নিহত আকরামের স্ত্রী সুখ সোনা দুই মেয়ে এক অবুঝ শিশু নাফিজকে নিয়ে মানুষের বাসা বাড়ী ও হোটেলে কাজ করে নিজেও তিনটি বাচ্চাকে কষ্ট করে লালন পালন করছেন। প্রিয় দর্শক আপনারা দেখলেও চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই সুখ সোনার কষ্টের জীবনটি কাজে লাগিয়ে সন্ত্রাসী শাহিন মাষ্টার কু-প্রস্তাব দেয়। তার কথায় রাজি না হওয়ায় সন্ত্রাসী শাহিন মাষ্টার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের দিয়ে এবং তার স্ত্রী শররা খাতুন (৩৮) ও তার মা শান্তা বেগম (৫৫) শাহিন সাথে থেকে সুখ সোনার বাড়ীতে ঢুকে হামলা চালায়। এসময় সুখ সোনা তার দুই মেয়ে আখি, লুবনা, অবুঝ শিশু নাফিজকেও ছাড় দেয়নি সন্ত্রাসীরা। এদের সারা শরীরে এলোপাথারি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন হত্যার উদ্দেশ্যে। এসময় বাড়ীঘর ভাংচুর এবং ঘরে থাকা মালামাল নগদ টাকা সহ লুটপাট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। সরেজমিনে গিয়ে প্রকৃত দৃশ্য সূত্রে জানা যায় এই ঘটনা ঘটে ২০/০৮/২০২৪ সইং মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার সময়। আকরাম নিহত হওয়ার পর থেকে বাড়ী ভিটাটি নেয়ার জন্য উচ্ছেদ করে দেয়ার জন্য। সন্ত্রাসী মাদক ব্যবসায়ী শাহিন মাষ্টার মোটা অংকের টাকা খরচ করে অসৎ মানুষদের হাত করে মিথ্যা কথা ছড়িয়ে বেড়াচ্ছেন। সুখ সোনার দুই মেয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে সমাজের কাছে কলংকিত করার জন্য চেষ্টা করছেন । সন্ত্রাসীরা হলো একই এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে শাহিন মাষ্টার, শাহিন মাষ্টারের স্ত্রী শররা খাতুন (৩৮), মৃত দবির উদ্দিনের স্ত্রী শান্তা (৫৫), আঃ লতিফের স্ত্রী ছকিনা খাতুন (৪৫), সেলিম খানের ছেলে শাহেদ (৩৮), এই সন্ত্রাসী মাদক ব্যবসায়ীদের অতি
দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে বিচার করার জন্য সুশীল সমাজের মানুষের এবং ছাত্রজনতার নিকট আকুল আবেদন জানিয়েছেন, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।