খুলনা বুরো প্রধান আসলাম হোসাইন মধু
৩১শে অক্টোবর ‘২৩’ কুষ্টিয়া ভেড়ামারায় বিকেল ৩.০০ ঘটিকার সময় স্থানীয় বাসস্ট্যান্ডে জাকজমকপূর্ণভাবে জাসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
জাসদের গৌরবের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ জনস্রোতে পরিনত হয়।
প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক জেলা জাসদের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আবদুল আলিম স্বপন। বক্তব্যে জননেতা স্বপন বলেন, দেশে গত ২৮শে অক্টোবর বিএনপি – জামায়াত আন্দোলনের নামে আগুন সন্ত্রাস করে কর্তব্যরত একজন পুলিশ সদস্যকে হত্যা করেছে, আহত করেছে সাংবাদিকদের, এরা অতীতের মত আবারও তান্ডব চালাচ্ছে, মার্কিনি ও পশ্চিমাদের মদদে অরাজকতা সৃষ্টি করে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত। তাই, বিএনপি – জমায়েতের চক্রান্ত ” বিদেশী প্রভুদের মদদে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে “।
জননেতা স্বপন আরও বলেন, বাজার সিন্ডিকেট ধ্বংস করে নিত্য পণ্যের দাম কমাতে হবে। মহান স্বাধীনতার পক্ষের শক্তি ১৪ দলের অন্যতম রুপকার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ভেড়ামারা – মিরপুরের মাননীয় সংসদ সদস্য জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনুকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের প্রার্থীর নৌকা মার্কায় ভোট দিয়ে পুনঃ নির্বাচিত করতে হবে।
উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী ‘র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি মোঃ ইমদাদুল ইসলাম আতা।
আরও বক্তব্য রাখেন জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, কৃষি বিষয়ক সম্পাদক বশীর উদ্দিন বাচ্চু, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ তানজিলুল হক এনাম, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা কামাল মোস্তফা বকুল, কেন্দ্রীয় যুবজোটের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জননন্দিত পৌর মেয়র আনোয়ার উল কবীর টুটুল, উপজেলা যুব জোটের সভাপতি চাঁদগ্রাম ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আবদুল হাফিজ তপন, জাসদ নেতা মঈনুল হক ডাবলুসহ উপজেলা ও ইউনিয়ন জাসদ,যুবজোট ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে খ্যাতিনামা সংগীত শিল্পী ঐশী সংগীত পরিবেশন করেন।