1. admin@dakbela.com : admin :
কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র সাথে সিভিল সার্জনের ওরিয়েন্টেশন কর্মশালা । - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র সাথে সিভিল সার্জনের ওরিয়েন্টেশন কর্মশালা ।

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৩০ বার পঠিত

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।

কুষ্টিয়ায় ১ জুন শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দিন। এবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে কুষ্টিয়া জেলায় ১ জুন শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলায় মোট ২ লাখ ৩৯ হাজার ৪৪০ জন শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। যার মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ১৫০ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লাখ ১২ হাজার ২৯০ জনকে ভিটামিন এ খাওয়ানো হবে। কুষ্টিয়ায় মোট কেন্দ্রের সংখ্যা, দুর্গম এলাকা ৬৩ টি কেন্দ্র, সরকারি কেন্দ্র ৪৩৯ টি ও বেসরকারী কেন্দ্রের সংখ্যা ২৬৯৩ টি মোট ৩ হাজার ১৩২ টি কেন্দ্রের মাধ্যমে জেলার সকল শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। কুষ্টিয়া জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দিন বলেন, জেলার সমস্ত শিশু যেন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পরে সে জন্য আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছি। তিনি আরও বলেন, গণমাধ্যম কর্মীদের কাছে আমাদের অনুরোধ সঠিক তথ্য তুলে ধরে আমাদের পাশে থাকবেন। গুজব ও আতংক সৃষ্টিকারীদের বিরুদ্ধে আপনারা সোচ্চার থাকবেন।
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচিতে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, মীর আল আরেফিন বাবু, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক এসএম ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচএম বেলাল, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যামলী, জাহিদুজ্জামান সহ কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
সভা সঞ্চালনা করেন কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাজিয়া আফরিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর