মোঃ হাসমত আলী অপু,বিশেষ ক্রাইম রিপোর্টার
১০শে নভেম্বর ‘২৩’ কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে ভুয়া জর্জ সিদ্দিক নামে একজন আটক হয়েছে। রাজবাড়ী জেলায় বাড়ি এই ভুয়া জর্জ সিদ্দিকের। তাকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে প্রতারনার খবর। ইতোপূর্বে তার বিরুদ্ধে প্রতারনার মামলা ছিল, গুগল থেকে বিভিন্ন নাম্বার নিয়ে কখনও ম্যাজিষ্ট্রেট কখনও জর্জ পরিচয় দিয়ে দীর্ঘ দিন ধরে প্রতারনা করে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা। কুষ্টিয়া ডিবি পুলিশ ভূয়া জর্জ সিদ্দিক প্রতারনা চক্রের সদস্য কিনা তা খতিয়ে দেখছে। “প্রতারক হতে দুরে থাকি, প্রতারনার খপ্পরে যেন নাপড়ি “।