মোঃ হাসমত আলী অপু, বিশেষ ক্রাইম রিপোর্টার
১২ই নভেম্বর '২৩' কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ) সার্কেল এর পরিদর্শক মাহবুবা জেসমিন রুমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া কালীশংকরপুর মাদক বিরোধী অভিযান চালিয়ে মিরপুর উপজেলার সুলতানপুরের মোঃ মতলেব হোসেনের ছেলে মোঃ নাসিম হোসেন কে ১৬০০ পিস ইয়াবা সহ কালিশঙ্করপুর হোল্ডিং নং ৮ থেকে গ্রেফতার করেন,এবং মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ এর (১) সারণীয় ক্রমিক নং ১০ (ক) মোঃ নাসিম হোসেন কে ১৬০০ পিস ইয়াবা সহ
কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয় এবং নাসিমের নামে একটি নিয়মিত মামলা দায়ের করা হয় মামলা নং-৩০ তারিখ ১২/১১/২৩ ইংরেজি। কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ) সার্কেল এর পরিদর্শক মাহবুবা জেসমিন রুমা জানিয়েছেন মাদক বিরোধী অভিযান চলমান রেখে কুষ্টিয়া জেলায় মাদক মুক্ত করতে চায়।
" আসুন মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি "।