খুলনা ব্যুরো প্রধান আসলাম হোসেন মধু
কুষ্টিয়া জেলার খোকসা থানায় দুইটি চোরাই মহীশসহ মোহাম্মদ সুজন আলী (২৯) নামের এক মহেশ্বর আসামি আটক করেছেন খোকসা থানা পুলিশ ।
আটককৃত মহিষচোর মোঃ সুজন আলী ( ২৯) । পিতা সাকের আলী ।
সাং কুমারী ( কলেজ পাড়া ) , থানা আলমডাঙ্গা , জেলা চুয়াডাঙ্গা ।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আন-নউর যায়েদ বলেন, আসামিকে গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন । খোকসা থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে ।