মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
কুষ্টিয়ার কুমারখালীতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে, শিক্ষার্থীদেরকে স্থানীয় পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনানো অনুষ্ঠিত হয়েছে ।
২ জুন (রবিবার) দুপুর দুইটার সময় কুমারখালী আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় আয়োজনে ও কুমারখালী উপজেলা প্রশাসনের সহযোগিতায় । এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায় প্রকল্পের পরিচালক । ডঃ মুহাম্মদ নুরুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, মোঃ মিজানুর রহমান, কুমারখালী থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম আকিব ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম ।
সে সময় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু,বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দাস হোসেন, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমারখালী উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী ।