মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়ন খাজানগরে সেচ্ছাসেবী মানবিক সংগঠন হিউম্যান সাপোর্টাস 24 এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া ভাই অটো রাইচ মিলের চেয়ারম্যান জয়নাল আবেদীন সাধু তিনি বলেন আজকের এই দীনি আমাদের খাজানগরে কিছু যুবক ছেলেরা সমাজের গরীব অসহায় মানুষের সেবা দেওয়ার জন্য হিউম্যান সাপোর্টার সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিলো।আলহামদুলিল্লাহ ১ বছরে আমাদের সমাজের বিধবাদের কর্মসংস্থার জন্য সেলাইমেশিন বিতরণ করে এবং চিকিৎসা ব্যাবদ নগত অর্থ সহযোগীতা এছাড়া গরীব অসহায় দের ঘর তৈরি করা সহ নানা সমাজিক কাজ করে থাকে।তাই আমাদের উচিত এদের বুদ্ধি দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করা।যেনো এনারা আরো বেশি বেশি সমাজের গরীব অসহায় মানুষের পাশে সাহায্য সহযোগিতা করতে পারে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন Youth Development Forum এর চেয়ারম্যান আশিকুর রহমান চপল তিনি বলেন,হিউম্যান সাপোর্ট ২৪ যে ভাবে সমাজের গরীব অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছে আমাদের উচিত তাদের সহযোগিতা করা। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জিল্লুল মোল্লা আরো উপস্থিত ছিলেন খাজানগর জামে মসজিদের খতিব মিয়া হোসেন।প্রগামটি পরিচালনা করেন হিউম্যান সাপোর্ট ২৪ এর সদস্য ইন্জিনিয়ার মারুফ নিয়াজী।