মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
কুষ্টিয়ার স্বনামধন্য ঐতিহ্যবাহী কুমারখালী সরকারি কলেজের উদ্যোগে ও বাংলা বিভাগের সহযোগিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর জন্ম জয়ন্তী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৩ জুন (সোমবার) সকাল ১০ টায় কলেজের হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোহাম্মদ রুহুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, কুমারখালী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আজিজুল হক স্বপন।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ স্বপন কুমার রায়।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুর আগ পর্যন্ত বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। তিনি তার কল্পনাকে লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহী ও প্রেম ও সাম্যের কবি। জাতীয় কবির চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। শোষণ ও বঞ্চনা থেকে মুক্তি পেতে নজরুলের সাহিত্য চর্চা আজ অতি প্রয়োজনীয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের চেতনায় উজ্জীবিত হয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। তাদের সাহিত্যকর্ম বেশি বেশি করে চর্চা করতে হবে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান বিশ্বাস
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রত্না খাতুন।