মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ ৪ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ভেড়ামারা হইতে ঈশ্বরদী গামী লালন শাহ্ সেতুর ২০১ নং টোল প্লাজায় পাকা রাস্তার উপর” একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
‘‘র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে পাবনা জেলার একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত কুখ্যাত ০২ জন মাদক কারবারী ৯২ বোতল ফেনসিডিল ও ০১টি মোটরসাইকেল সহ গ্রেফতার। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। উক্ত অভিযানে ৯২ বোতল ফেনসিডিল, ০১টি মোটরসাইকেল, ০২টি মোবাইল, ০২টি সিম ও নগদ ৫,৫০০/- টাকা সহ ১। মোঃ শামীম হোসেন (৪০), পিতা-আব্দুর রহমান, সাং-শালগাড়িয়া খাপাড়া এবং ২। মোঃ সানোয়ার (৩১), পিতা-মৃত বন্দে আলী মিয়া, সাং-মহেন্দ্রপুর উভয় থানা-পাবনা সদর, জেলা-পাবনাদ্বয়কে গ্রেফতার করা হয়। ধৃত ১ নং আসামির নামে ০৯টি মামলা ও ২ নং আসামির নামে ০৩টি মামলা রয়েছে।
পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।