মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ায় গাইড বই নকল করে বিক্রি করার দায়ে নিউরন কোচিংকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০ হাজার জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া পৌর এলাকার টালিপাড়াস্থ নিউরন কোচিং সেন্টারে এক অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার একটি আভিযানিক দল। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া’র সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
খোঁজ জানা যায়, বরকত উল্লাহ জয় দীর্ঘ দিন যাবত যে নিউরন নার্সিং ভর্তি কোচিং পরিচালনা করে আসছে সেটি ঢাকাস্থ নিউরন নার্সিং ভর্তি কোচিং এর কোন অনুমোদিত শাখা নয়। সেই সাথে তিনি নিউরন পাবলিকেশন’র “নিউরন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি” গাইড বই নকল করে ও প্রতারণার আশ্রয় নিয়ে দীর্ঘ দিন যাবৎ নিজেদের বই হিসেবে বাজারজাত করে আসছে। যার ফলে নিউরন পাবলিকেশনের মোটা অংকের টাকা ক্ষতি হয়। এদিকে বিষয়টি জানতে পেরে নিউরন পাবলিকেশনের কুষ্টিয়া জেলা ডিস্ট্রিবিউটর ব্রাদার্স ডির্পাটমেন্টাল ষ্টোরের মালিক ও নিউরন নার্সিং ভর্তি কোচিং কুষ্টিয়া শাখার পরিচালক মো. বশির আহমেদ গত ১ ডিসেম্বর জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া বরাবর লিখিত অভিযোগ দেন।
নিউরন পাবলিকেশনের কুষ্টিয়া জেলা ডিস্ট্রিবিউটর ও নিউরন নার্সিং ভর্তি কোচিং কুষ্টিয়া শাখার পরিচালক মো. বশির জানান, বরকত উল্লাহ জয় ও মাহি কুষ্টিয়তে নিউরন নার্সিং ভর্তি কোচিং নামে যে কোচিং সেন্টার পরিচালনা করছে তার কোন অনুমতি নেই। সেই সাথে তারা দীর্ঘ দিন ধরে নিউরন পাবলিকেশনের “নিউরন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি” গাইড বইটি মোড়ক পরিবর্তনের মাধ্যমে নকল করে নিজেদের নামে বাজারজাত করে আসছে। যা সম্পূর্ণ বে-আইনী ও অবৈধ। অবিলম্বে বরকত উল্লাহ জয় ও মাহি পরিচালিত অবৈধ নিউরন নার্সিং ভর্তি কোচিং বন্ধের দাবি জানাচ্ছি।
অভিযানের সত্যতা স্বীকার করে গাইড বই নকলকারী ভূয়া নিউরন নার্সিং ভর্তি কোচিং পরিচালক বরকত উল্লাহ জয় বলেন, আমরা বই নকল করিনি। আমরা একটা মলাট দিয়েছি এইটাই অপরাধ। তাও বেশী বই না, হয়তো ৩০টা বই এরকম করা হয়েছে। এটার জন্য বই একটা এমাউন্ট জরিমানা করে গেল। আমরা বুঝে উঠতে পারিনি।
জাতীয় ভোক্তা সংরক্ষণ, অধিদপ্তর কুষ্টিয়া’র সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, এখানে একটা অভিযোগ ছিলো যে, নিউরন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ভর্তি গাইড বইটি বাজার থেকে কিনে সম্পাদকদের পরিচয় গোপন করে কেটে ফেলে। এরপর মূল প্রচ্ছদের উপরে স্টিকার লাগিয়ে তাদের বই হিসাবে বাজারজাত করে আসছিলো। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পরিবর্তন করে কেউ সেটাকে নিজেদের বই হিসাবে ব্যবহার করতে পারে না। তাই ভোক্তা সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।