খুলনা ব্যুরো প্রধান আসলাম হোসাইন মধু
রেপিড একশন ব্যাটালিয়ন RAB প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গি, সন্ত্রাস, সঙ্গবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণ সহ বিভিন্ন চাঞ্চল্যকর আসামি র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে ।
এরই ধারাবাহিকতায় মোহাম্মদ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব ১২ , সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় তো ১৫ই অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ ১১.৫০ ঘটিকায় রেপ ১২ সিপিসি -১, কুষ্টিয়া কোম্পানির একটি চৌকস অভিযানীর দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন পিয়ারপুর গ্রামে একটি মাদ বিরোধী অভিযান পরিচালনা করে ১৮৫ বোতল ফেনসিডিল এবং ২ কেজি গাঁজার সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে। এছাড়াও তার সাথে থাকা মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা করা বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল সিম কার্ড একটি মোটর চালিত ফ্যান ও নগদ ১৬ হাজার ৯৫ টাকা জব্দ করা হয় ।
গ্রেফতারকৃত মোঃ মাসুদ রানা ৩৮, পিতাঃ মোঃ মারফত মন্ডল, সা; লক্ষীনারায়ণপুর বিলধলা, থানা গাংনী জেলা মেহেরপুর ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে স্বামীর দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা আর ব্যবহৃত মোবাইল ফোনে ও মোটর চালিত ভ্যানের মাধ্যমে মাদক ফেনসিডিল এবং গাজা ক্রয় বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই ধরনের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্তর সোনার বাংলা গঠনের র্যাব ১২ বদ্ধপরিকর। তথ্য দিন মাদক অস্ত্রধারী ও জঙ্গি মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।