1. admin@dakbela.com : admin :
কুষ্টিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কুষ্টিয়ার ফুটবল ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করেছে - ডিসি এহেতেশাম রেজা - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কুষ্টিয়ার ফুটবল ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করেছে – ডিসি এহেতেশাম রেজা

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩১ বার পঠিত

খুলনা ব্যুরো প্রধান আসলাম হোসাইন মধু

 কুষ্টিয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকেলে শহরের মোহিনী মিল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় মিরপুর উপজেলাকে ২-১ গোলে পরাজিত করে দৌলতপুর উপজেলা জয়লাভ করে।  
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এহেতেশাম রেজা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। এসময় তিনি বলেন, তরুন যুবকদের খেলার মাঠমুখি করতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। নতুন প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে হবে। তিনি আরও বলেন, জেলা প্রশাসক গোল্ড কাপ কুষ্টিয়ার ফুটবল ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করেছে। প্রতি বছর আমরা এই খেলাটি চালু রাখবো। আপনাদের উপস্থিতি, অংশ গ্রহণ এবং সার্বিক সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর আহ্বায়ক শারমিন আখতারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সদস্য সচিব অনুপ কুমার নন্দী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কাওছার আহমেদ, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওবায়দুল্লাহ, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা, জেলা ক্রীড়া অফিসার তানভির হোসেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মকবুল হোসেন লাবলু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতি ও আবাহনী ক্রীড়াচক্র কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।
খেলার মাঠে তিল ধারনের জায়গা ছিলোনা। হাজার হাজার দর্শকের পদভারে মুখরিত হয়ে ওঠে খেলার মাঠ প্রাঙ্গন। জেলা প্রশাসক গোল্ড কাপ কুষ্টিয়ায় খেলার ইতিহাস এক নতুন দিগন্তের সূচনা করে। অত্যন্ত শান্তিপূর্ন পরিবেশে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত দৃষ্টিনন্দন খেলার মধ্যদিয়ে টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর