1. admin@dakbela.com : admin :
কুষ্টিয়ায় চাকুরী জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষক সমাবেশ। - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় চাকুরী জাতীয়করণের এক দফা দাবিতে শিক্ষক সমাবেশ।

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯ বার পঠিত

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে জেলার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা এই শিক্ষক সমাবেশ করেন। বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট,(বাশিস) কুষ্টিয়া জেলা শাখার উদ্দ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ রেজাউল করিম। এসময় প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।প্রধান অতিথি সেলিম ভূঁইয়া বলেন, শেখ মুজিবুর রহমানের হাতের লেখা পড়বেন, তার লেখায় বুঝতে পারবেন। শেখ মুজিবুর ছিলেন একজন রংবাজ, ইতিহাস ও রাজনীতির রংবাজ ছিলেন। লেখাপড়া তেমন জানতেন না। সে ছিলেন সালাউদ্দিনের ক্যাডার। সালাউদ্দিন তাকে মিটিং মিছিলে ব্যবহার করতেন। নতুন প্রজন্মের শিক্ষকরা এই ইতিহাস সম্পর্কে জানেন না। আপনাদের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। বর্তমান প্রেক্ষাপটে সহ পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর কারিকুলাম থাকবে না। তিনি আরো বলেন, শেখ মুজিবের যে অত্যাচার, তার পরিবারের দুর্নীতি, নির্যাতন আর লুটপাট ও তার ছেলেদের দ্বারা নারী অপহরন, ব্যাংক ডাকাতি এর জন্য ১৯৭৫ সালে দেশপ্রেমিক সেনাবাহিনী সে সময় তাকে গুলি করে হত্যা করেছিলো। এদিকে গত ৫আগস্ট শেখ হাসিনাকে যদি জনগন পেতো তাহলে খুঁচিয়ে খুঁচিয়ে অথবা মাথর নিক্ষেপ করে সাত রাস্তার মোড়ে মারতো। ইন্ডিয়ান দালালদের জন্য সেদিন পালিয়ে গিয়েছে। এদেশের মানুষ জানবে শেখ মুজিবুর দেশ প্রেমিক মানুষ ছিলো না। সে ছিলো একজন দুর্নীতিবাজ, লুটপাটকারী, সন্ত্রাসীদের গডফাদার। আগামী একশো বছরেও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে না। তিনি উল্লেখ্য করে বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে একই সিলেবাস, একই সিস্টেম কিন্তু দুই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে বিস্তর বৈষম্য। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বাড়িভাড়া পেলেও আমরা পাই এক হাজার টাকা। বাংলাদেশে কোথায় বাড়ি ভাড়া এক হাজার টাকা আছে সেটা সরকারের কাছে জানতে চাই। এদিকে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন ,বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জাকির হোসেন ,বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুষ্টিয়ার সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়ার সভাপতি আইনুদ্দিন, শিক্ষক কর্মচারী ঐক্য জোট নেতা হামিদুর রহমান বকুল।এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কুষ্টিয়ার আহ্বায়ক ও শিক্ষক সমাবেশ বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ জাকারিয়া ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুষ্টিয়ার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বাদশা। এছাড়া মাওলানা রফিকুল ইসলাম।স্বাগত বক্তব্য রাখেন মোহাঃ জাকারিয়া ও শিলাইদহ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজের সভাপতি নওয়াব আলী। তবে সকল বক্তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং চাকুরী জাতীয়করণের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর