মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার।
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়াতে জাগজমক আয়োজনে পালিত হলো ১৬ ডিসেম্বর ৫৪ তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল।
১৬ ডিসেম্বর দিনটিতে বিজয়োল্লাসে ভাসছে দেশ, আনন্দে উদ্বেলিত হচ্ছে গোটা জাতি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই প্রথম বিজয় দিবস।
যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে,আজ প্রত্যুষে কুষ্টিয়ায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। দিনটি সরকারি ছুটি সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সংবাদপত্র, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল মুক্তিযুদ্ধভিত্তিক নানা আয়োজন করছে।
ডাক বিভাগ এ উপলক্ষে স্মারক ডাকটিকিট প্রকাশ করেছে,ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হচ্ছে। মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নানা কর্মসূচি রয়েছে।
এর মধ্যে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি জনাব কুতুব উদ্দিন আহমেদ। জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। জনাব কাজল মাজমাদার,
জনাব কামাল উদ্দিন, জনাব আব্দুল মাজেদ, শামিম উল হাসান অপু, মহিউদ্দিন চৌধুরী মিলন, আব্দুর রাজ্জাক বাচ্চু, মিরাজুল ইসলাম রিন্টু, কাজিম, মিলন, মেজবাউর রহমান পিন্টু, জালাল উদ্দিন মোল্লা, ইমরান হাসান সঞ্জু, শহিদুজ্জামান শিপন, গোলাম কবির, খান একরিম অকুল, মুক্তার হোসেন, মখলেসুর রহমানসহ, ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতাকর্মীরা বিজয় দিবসের বর্ণাঢ্য শোভা যাত্রায় উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে বিএনপির নেতা কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন ।
বিজয় দিবস কে ঘিরে জামায়াতে ইসলামীর নানা কর্মসূচি রয়েছে। এ ছাড়া গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, বিকল্পধারা বাংলাদেশ, এলডিপি, সিপিবি, বাসদ, গণফোরাম, বাংলাদেশ জাসদ, জেএসডি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, বাসদ (মার্ক্সবাদী), জাকের পার্টিসহ বিভিন্ন দল ও তাদের সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।