মোঃ আশরাফ ইকবাল পিকলু
কুষ্টিয়া জেলা প্রতিনিধ ।
কু্ষ্টিয়ার ঐতিহ্যবাহী কুমারখালী সরকারি কলেজের উদ্দোগে একাদশ শ্রেনির ১ম সাময়িক পরিক্ষার ফলাফল প্রদান ও ওরিয়েন্টেশন এর আয়োজন করা হয়।
সোমবার ১১ই মার্চ সকাল ১১ টায় কলেজের হল রুমে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শরিফ উদ্দিন , উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুমারখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জিল্লুর রহমান মধু,ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আজিজুল হক স্বপন,মার্কটিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক খাদেমুল ইসলাম , গণিত বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যপক রজব আলী এবং ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন বাণিজ্য বিভাগের ছাত্র মাসুম বিল্লাহ ও বিজ্ঞান বিভাগের ছাত্রী তুর্না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোঃ রুহুল আমিন।
অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মালা পাল।