সরকার মাজহারুল ইসলাম ( গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবটি ২০২৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। বর্তমান সভাপতি মোঃ এমারত হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির সাংগঠনিক দক্ষতায় দুই বছর গৌরবের সাথে অতিবাহিত হয়। এই ক্লাবটিতে প্রবীণ ও নবীন এক জাক উচ্চশিক্ষিত, দক্ষ, পরিশ্রমী সময়োপযোগী, আধুনিক এবং ডিজিটালাইজড জ্ঞান সম্পন্ন উপজেলা বিভিন্ন অঞ্চল থেকে ক্লাবের সদস্য করে এক একজনকে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলেন। তাদের একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির প্রত্যেক সদস্য, তাদের নিজ প্রতিষ্ঠানে প্রতিভার স্বাক্ষর এবং উপজেলার আপামন জনগণের আইনগত, নৈতিকতার ও মূল্যবোধের দিকে লক্ষ রেখে সরকারি স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমুন্নত রেখে, সম্পূর্ণ প্রভাব মুক্ত ও অরাজনৈতিকভাবে সংবাদ পরিবেশন করে উপজেলা প্রশাসন, উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, আইন-শৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, ছাত্র সমাজ ব্যবসায়ীবৃন্দ, শিক্ষক সমাজ নিকট সর্বাপেক্ষা গ্রহণযোগ্যতা পেয়েছে। এই ক্লাবের প্রত্যেকটি সদস্য কর্মদক্ষত এক এক জন বীর সাংবাদিক হিসেবে কলম দ্বারা কঠিন দেখনির মাধ্যমে উপজেলা বিভিন্ন অনিয়ম, অন্যায়কে শিল্পীর তুলিতে কাগজে ভোর বেলায় সকলের দ্বারপ্রান্তে নিয়ে আসে। তাদের এই কর্ম যেন দীর্ঘদিন সবাই সুফল ভোগ করতে পারে তার জন্য উপজেলা সকলের নিকট ক্লাবে সকল সদস্য সহযোগিতা কামনা করে। এরই ধারাবাহিকতায় একুশে ডিসেম্বরে ২০২৪ ক্লাবের নবীন প্রবীণ সাংবাদিকদের নিয়ে কক্সবাজারে শুধু ভ্রমণ নয় কাজের ফাঁকে একটু অবকাশ, আনন্দ ও পাশাপাশি কিভাবে দক্ষ প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক হওয়া যায় তার গুরুত্বপূর্ণ দিকনির্দেশা মূলক সভাপতি উপদেশ প্রদান করেন। যে কেউ অন্যায়ের সাথে আপোষ করলে তার সদস্য পদ স্থগিত রাখেন। সময় যত অতিবাহিত হচ্ছে তত কালিয়াকৈর মডেল প্রেসক্লাব উপজেলায় একটি উজ্জ্বল প্রতিষ্ঠান হিসেবে জনমনে আস্থার সৃষ্টি করতে বলে সভাপতি আশা ব্যক্ত করেন। ।