নিজস্ব প্রতিনিধি.:
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানকে পূনরায় স্ব-পদে বহালের দাবীতে বুধবার সকালে মিছিল ও সমাবেশ করেছেন উপজেলা ও পৌর এলাকার নাগরিক সমাজ। নাগরিক সমাজের আয়োজনে সমাবেশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রি-মোড়ে ছিল হাজার হাজার মানুষের ঢল।
সমাবেশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভা গঠিত হওয়ার পর প্রশাসক থেকে একাধিক বার পৌর মেয়র নির্বাচিত হন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান। তার মেধা ও শ্রম দিয়ে টানা ২০ বছর দায়িত্ব পালনকালে তিনি পৌরসভাকে প্রথম শ্রেনীতে উন্নতিকরণসহ ব্যাপক উন্নয়ন করেন। নাগরিক সেবা নিশ্চিত করাসহ সামাজিক উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখে প্রশংসিত হয়েছেন মানবিক মেয়র মজিবুর রহমান। কিন্তু গত ১৮ আগস্ট স্থানীয় সরকার বিভাগ হঠাৎ করে সারা দেশের সকল মেয়রকে অপসারণ করেন। বুধবার সকালে মানবিক পৌর মেয়র মজিবুর রহমানকে পূনরায় স্ব-পদে বহালের দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রি-মোড়ে মিছিল ও সমাবেশ করেছেন সকল স্তরের নাগরিক সমাজ। সমাবেশে উপস্থিত ছিলেন- বৈষম্য বিরোধী আন্দোলনকারী, কালিয়াকৈর পৌর, উপজেলা, ইউনিয়নের নাগরিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, দলীয় নেতাকর্মী, সকল শ্রেনীর পেশার মানুষ। এসময় তারা অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর কাছে ওই মানবিক মেয়র মজিবুর রহমানকে পূনরায় স্ব-পদে বহালের দাবী জানান। এছাড়াও সারা দেশে ১৩ জন বিএনপির মেয়রকে পুনর্বহালের দাবীও জানান উপস্থিত নাগরিক বৃন্দ। রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও এম এরশাদের সঞ্চালনায় সমাবেশে নাগরিক সমাজের পক্ষে বক্তব্য রাখেন- হযরত আলী মিলন, সামসুল আলম সরকার, সাইজুদ্দিন, সারোয়ার হোসেন আকুল, আমজাদ হোসেন, হারুন অর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক সিহাব, ইশরাকসহ আরো অনেকে।
###