1. admin@dakbela.com : admin :
কালিয়াকৈরে অনৈতিক পন্থায় কোরবানির পশু প্রস্তুত মারাত্মক স্বাস্থ্যঝুঁকি চাহিদার তুলনায় যোগান কম - ডাক বেলা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র কাবাঘরে ‌জয় বাংলা স্লোগান দেওয়া যুবক পদুয়ার হারুন কসবায় চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নবীনগরে মোবাইল চুরির অপবাদ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যা শ্রীপুরে বোতাম তৈরি  কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রী ও শ্যালিকার আরএমপি’র রাজপাড়া থানার নতুন ভবনের উদ্বোধন মিঠাপুকুরে ওয়াল্ডভিষণ CVA কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত। কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের বাৎসরিক শিক্ষা সফর কক্সবাজার গোপালপুর দ্বী-মূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগাটের্ন এসোঃ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কালিয়াকৈরে অনৈতিক পন্থায় কোরবানির পশু প্রস্তুত মারাত্মক স্বাস্থ্যঝুঁকি চাহিদার তুলনায় যোগান কম

ডাক বেলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৫৬ বার পঠিত

সরকার মাজহারুল ইসলাম ,(গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় অনৈতিক পন্থায় কোরবানি পশু প্রস্তুত করছেন বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী খামারীরা। এ ধরনের পশুর মাংস খেয়ে মানুষের নানা ধরনের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তারপরেও চাহিদার তুলনায় এবার কোরবানি পশুর ঘাটতি রয়েছে। প্রতি বছর কোরবানিদাতা বৃদ্ধি ও পালনকারী কমে যাওয়ার কারণে এবার কোরবানি পশু ঘাটতি রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার ঘাটতি পূরণে অন্য জেলা-উপজেলার ওপরই ভরসা।
এলাকাবাসী, স্থায়ী-অস্থায়ী খামারী, উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের পর থেকে বিদেশ থেকে গরু আমদানি বন্ধ রয়েছে। দেশে উৎপাদিত পশু দিয়েই কোরবানির চাহিদা পূরণ করা হচ্ছে। সে সুবাদে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় ১ হাজার ৩৫৭টি স্থায়ী-অস্থায়ী পশুর খামার রয়েছে। এখানে এবার কোরবানী পশুর চাহিদা ২৯ হাজার। এসব গবাদিপশুকে ঘাসজাতীয় স্বাভাবিক ও স্বাস্থ্যসম্মত খাদ্য খাওয়ানোর নিয়ম। কিন্তু কতিপয় অসৎ অর্থলোভী খামারি গরুকে দ্রæত মোটাতাজা করতে স্বাভাবিক খাদ্যের সঙ্গে অধিকমাত্রার কৃত্রিম খাবার খাওয়াচ্ছে। গরুকে খাওয়ানো হচ্ছে ব্রয়লার মুরগির খাবার ও তুলাও। এক্ষেত্রে ভিটামিন, স্টেরয়েড, আয়রনজাতীয় ওষুধ, ব্রয়লার, পোলট্রি ফিড, ইউরিয়া সার মিশ্রিত খড় খাওয়ানো ছাড়াও ক্ষতিকর ট্যাবলেট ও ইনজেকশন প্রয়োগ করছে। এসব খাদ্যসামগ্রী ও ওষুধ ফার্মেসি থেকে শুরু করে হাটবাজারে প্রকাশ্যে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগ, অনৈতিক পন্থায় পশু মোটাতাজা করণ করলেও এসব বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না উপজেলা প্রাণীসম্পদ অফিস। কিন্তু পশু চিকিৎসকরা জানিয়েছেন, গবাদিপশুর ওষুধ উৎপাদনে ভেটেরিনারি বিভিন্ন ওষুধ কোম্পানি গড়ে উঠেছে। দ্রæত সময়ে অধিক লাভের আশায় মানবদেহের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এ খাতে ঝুঁকছে। এই তালিকায় নামিদামি কোম্পানির নামও রয়েছে। আর বেশি দামের আশায় কম সময় ও স্বল্প বিনিয়োগে অনেকে গরু-মহিষ মোটাতাজাকরণে এ অনৈতিক পন্থা বেছে নিচ্ছেন খামারীরা। চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের গরুর মাংস খেয়ে মানুষের নানা ধরনের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। মানুষের শরীরে নানা ধরনের প্রতিক্রিয়া ছাড়াও জটিল রোগের আশঙ্কাও রয়েছে। তারপরও এ উপজেলায় ২৯ হাজার পশুর চাহিদা থাকলেও প্রস্তুত হয়েছে মাত্র ১৮ হাজার ৬৬১টি। এগুলো হচ্ছে, ষাড় ৬ হাজার ৫১৩টি, বলদ ২১০টি, গাভী/বকনা ১ হাজার ২০টি, মহিষ ১২৫টি, ছাগল ১০ হাজার ৫৩৬টি ও ভেড়া ২৫৭টি। অনৈতিক পন্থায় কোরবানি পশু প্রস্তুতেও এবার ঘাটতি রয়েছে ১০ হাজার ৩৩৯টি। প্রতি বছর কোরবানিদাতা বৃদ্ধি ও পালনকারী কমে যাওয়ার কারণে ঘাটতি থাকে পশুরও। কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, দেশের অন্যান্য জেলা থেকে ব্যবসায়ীরা পশু এনে এ উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি করেন। পাশাপাশি পার্শ্ববর্তী জেলা-উপজেলাগুলো থেকে পশু এনে এই ঘাটতি পূরণ করা হবে।
নাজিম এগ্রো ফার্মের মালিক আনোয়ার হোসেন জানান, প্রাণী সম্পদ অফিসের তেমন কোনো সহযোগিতা পাচ্ছি না। বড় কোনো সমস্যা হলে তখন সরকারী চিকিৎসকরা ফোন দিলে এলেও ঠিকমতো চিকিৎসা দেয় না। অপর খামার মালিক কামরুজ্জামান জানান, সরকারী পশু চিকিৎসকরা আমাদের কোনো বিষয়ে সহযোগীতা করেন না। তারা যদি আমাদের সহযোগিতা করতেন তাহলে খামার মালিকরা আরো লাভবান হতে পারতেন। অনেক সময় সমস্যায় পড়লে ফোন দিলে তারা ধরেন না। ফলে আমরা খামারীরা অধিক পশু উৎপাদনে সরকারী সেবা থেকে বঞ্চিত হচ্ছি। এছাড়াও স্থায়ী ও অস্থায়ী বিভিন্ন খামার মালিকদের অভিযোগ, উপজেলা প্রাণীসম্পদ অফিসের তদারকির অভাব ও অসহযোগিতার কারনে উপযুক্ত পরিবেশ থাকলেও দিন দিন গবাদি পশু পালন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন খামারিরা। এ কারনে এখানে এবার কোরবানী পশুর ঘাটতি রয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের।
অনৈতিক পন্থায় পশু প্রস্তুত করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস দিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডা. লুৎফর রহমান জানান, এ ক্ষেত্রে সবচেয়ে সমস্যা তুলা খাওয়ানো। বিষয়টি নজরে আছে, ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হবে। এছাড়া এখানে এ বছর কোরবানির পশুর ঘাটতি রয়েছে। তবে পার্শ্ববর্তী জেলা-উপজেলায় চাহিদার চেয়ে বেশি পশু প্রস্তুত রয়েছে। সেখান থেকে এনে পশুর চাহিদা পূরণ করা হবে। সবমিলিয়ে আমরা মনে করছি, পশু ঘাটতি খুব একটা সমস্যা হবে না। তবে আমরা খামারের মালিদের পশুর ঠিকমতো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
###
মোবাইলঃ ০১৭২০৬২৭৪৮০।
তারিখ- ০১-০৬-২৪ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর