মো. শরীফুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাবেদুর রহমান মহোদয়ের নির্দেশনা এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, কসবা সার্কেল মহোদয়ের তদারকিতে ও মোহাম্মদ আবদুল কাদের,অফিসার ইনচার্জ, কসবা থানা ব্রাহ্মনবাড়িয়া এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এসআই(নিঃ)/প্রীয়তোষ দত্ত সঙ্গীয় এএসআই(নিঃ)/ আল আমিন সঙ্গীয় ফোর্স ২৮/১১/২০২৪ খ্রি: বিকাল ১৭:৩০ ঘটিকার সময় কসবা থানাধীন বগাবাড়ী টু গঙ্গানগর রোডে ০৯ নং কায়েমপুর ইউপিস্থ গঙ্গানগর সাকিনে রফিক মিয়ার মুরগীর ফার্ম সংলগ্ন তানভির এর পরিত্যাক্ত পানির পাম্পের এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামীর ডান হাতে থাকা ০১(এক) টি কালো রংয়ের পলিথিনের মধ্যে রক্ষিত (ক) ০১ (এক) বোতল ফেনসিডিল (খ) ০৪ (চার) বোতল স্কাপ সিরাপ উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা: মোঃ সোহাগ (১৯), পিতা-মোঃ কাজল মিয়া, মাতা-রেখা বেগম, সাং-বগাবাড়ী(মধ্যপাড়া), ০৯নং ওয়ার্ড, কসবা পৌরসভা, থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়িয়া। গৃহিত ব্যবস্থা (মামলা/জিডি): - আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ, কসবা থানা, ব্রাহ্মনবাড়িয়া।
মো. শরীফুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। তারিখ ২৯/১১/২০২৪ইং।