মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালনে কর্মসূচীর মধ্যে রয়েছে; সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ, আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, উপজেলা পরিষদ চত্বরে বিজয়মেলায় আয়োজন, কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ক্রীড়া প্রতিযোগিতা, উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা এবং বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানাদিতে সভাপতিত্ব করনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার। তাছাড়া দিবসটি পালনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচীর আয়োজন করেছেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ১৬/১২/২০২৪ইং