মোঃ শরীফুল ইসলাম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
কসবা উপজেলার চড়নাল এলাকায় কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কর্ণফুলী এক্সপ্রেসটি কসবা পৌর শহরের চড়নাল এলাকা অতিক্রম করার পর রেল লাইনে তিন খন্ডে বিভক্ত একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা দ্রত ঘটনাস্থলে এসে মরদেহ ঢেকে রাখেন। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
চড়নাল গ্রামের বাসিন্দা আবদুল কুদ্দুছ বলেন, “যুবকটি এই এলাকার কেউ নয়। ট্রেনের ধাক্কায় লাশটি ছিন্নভিন্ন হয়ে যায়।”
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”
মোঃ শরীফুল ইসলাম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ১০/১২/২০২৪ইং