মো. শরীফুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনধি \
গতকাল বুধবার (১৭এপ্রিল) সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এর সভাপতিত্বে দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন: উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, কসবা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লাহ ও সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অব:) মোঃ সামসুল আলম।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের ডাঃ আজিজ আল মান্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তৌহিদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শরিফুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বেলাল হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রৌশন আরা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিতা নন্দী ও কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজ প্রভাসক মোঃ জহিরুল হক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালনে আলোচনা সভার আয়োজন করেছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা ও কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শারমিন সুলতানা।
মো. শরীফুল ইসলাম, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনধি \ তারিখ-১৭/০৪/২০২৪ইং।