নাজমুল হাসান স্টাফ রিপোর্টার বেনাপোল।
বেনাপোল পৌরসভার নতুন বিশুদ্ধ পানির ট্যাংকির কাজশুরু,কাউন্সিলর কামাল হোসেন এর উপস্থিতে মাননীয় মেয়ার সাহেব এর সহযোগিতাই কাজের পরিদর্শন করেন বেনাপোল পৌরসভার নবনির্বাচিত মেয়র জননেতা আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি মহোদয়ের আস্থাভাজন নেতা বেনাপোল পৌর আওয়ামিলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক স্মমানিত মেয়ার মহদায় আলহাজ্ব নাসির উদ্দিন, এলাকা বাসী জানান বিগত দিনের সেই কালো অদৃশ্য শক্তি থেকে মুক্তি মিলেছে, মাননীয় মেয়ার এবার সকল স্বপ্ন সত্যি হওয়ার, নতুন জীবন নিয়ে বাস্তব রূপ দিলেন,
কাউন্সিলর কামাল হোসেন তরুণ প্রজন্মের :(আইডল ম্যান দ্য বেস্ট লিডার) :যার রাজনৈতিক অনুভুতি এতটা নমনীয় ভাষায় প্রকাশ অসম্ভব, এলাকায় বাসীর প্রানের ইস্পন্দন কাউন্সিলর কামাল তার সকল প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছেন, এজন্য এলাকায় প্রশাংসা প্রাপ্তি আকাশ চুম্মবি,এককথায় এলাকা বাসী জনাব শফিকুল ইসলাম বলেন এমন কাউন্সিলর কামাল হোসেন যেন বুহুযুগের সাধনার ফল।